সোমবার, ১৩ জুলাই, ২০২০, ০৭:৫৯:৫৯

সুশান্তের মৃ'ত্যু, সালমানের প্রাক্তন ম্যানেজার রেশমাকে জেরার পর গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ

সুশান্তের মৃ'ত্যু, সালমানের প্রাক্তন ম্যানেজার রেশমাকে জেরার পর গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ

বিনোদন ডেস্ক : খুব শীঘ্রই সুশান্ত সিং রাজপুতের ফরেন্সিক রিপোর্ট হাতে আসতে চলেছে মুম্বই পুলিশের। শনিবার ফরেন্সিক টিমের সঙ্গে একটি বৈঠক করে মুম্বই পুলিশ। এবং ফরেন্সিক টিমের পাঁচ সদস্যের প্রত্যেকে আলাদা করে কথা বলেছেন মুম্বই পুলিশের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলার পর আরও বেশ কিছুজনকে ত'লব করতে চলেছে বান্দ্রা থানার পুলিশ। যে ৩৫ জনের তালিকায় এর আগে করা হয়েছিল তাঁদের প্রায় সকলেরই বয়ান রেকর্ড হয়ে গিয়েছে। তবে আরও ১৫ থেকে ২০ দিন এই জেরাপর্ব চলবে।

গত সপ্তাহেই তলব করা হয়েছিল সালমান খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে। বলিউডের নামজাদা সেলিব্রিটি ম্যানেজার হিসেবে পরিচিত রেশমা। বছর দুই আগে তিনি সলমানের ম্যানেজার পদ থেকে সরে আসেন। কেন তিনি সরে এসেছিলেন সেই বিষয়ে অবশ্য কিছুই জানা যায় না। তবে সালমানের বেশ কিছু ছবি পাইয়ে দেওয়া, বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এছাড়াও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফদের ম্যানেজার ছিলেন তিনি। 

বর্তমানে অক্ষয় কুমারের ম্যানেজার হিসেবে কাজ করেন। রেশমাকে জেরা করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মুম্বই পুলিশের হাতে। যার আঁচ এখনও সম্ভবত কেউ পায়নি। আর সেই তথ্য তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সঞ্জয় লীলা ভনসালী, মুকেশ ছাবড়া, সঞ্জনা সাংঘি, রিয়া চক্রবর্তী-সহ একাধিক জনকে জেরা করা হয়েছে।

১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সুশান্তের দে'হ। এরপরই প্রকাশ্যে আসে অবসাদ থেকেই আ'ত্মহ'ত্যা করেছেন সুশান্ত। ময়নাতদ'ন্তের প্রাথমিক রিপোর্টেও সেই কথাই বলা হয়েছিল। কিন্তু সুশান্ত আ'ত্মহ'ত্যা করেছেন তা মানতে নারাজ পরিবার থেকে ভক্তরা। নানা সময়ে বিভিন্ন ভি'ডিয়ো তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে থেকে আরও জো'রদা'র হয়েছে অভিনেতার মৃ'ত্যু রহস্য। কিছুদিন আগে তাঁর আবাসনের সিসিটিভি ফু'টেজও সংগ্রহ করেছে পুলিশ। তবে তাঁর ফ্ল্যাটে আলাদা করে কোনও সিসিটিভি লাগানো ছিল না বলেই জানানো হয়েছে। এছাড়াও ট্যুইটার ইন্ডিয়ার কাছে অভিনেতার ট্যুইটার অ্যাকাউন্টের বিশদও চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশের বিরুদ্ধে তদন্তে গা'ফিলতির অভি'যোগ তুলে নেটপাড়ায় সরব হয়েছেন সুশান্ত ভক্তরা। তদন্তে সিবিআই হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুব্রহ্মণ্যম স্বামী। এমনকী সুশান্তের পরিবারের অনুমতি পেলে বিনা পারিশ্রমিকেই তিনি এই মা'মলা ল'ড়বেন বলে জানিয়েছেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে