অতঃপর ভারতের নাগরিকত্ব পেলেন আদনান সামি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি। ১ জানুয়ারি থেকে তিনি ভারতের একজন নাগরিক। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, শুক্রবার থেকেই আদনান সামি ভারতের নাগরিক বলে গণ্য হবেন। ফলে নতুন বছরের আগে এটা নিশ্চয় আদান সামির জন্য অত্যন্ত সুখবর। 
অক্টোবরের ৬ তারিখ সামিকে তিন মাসের ভিসা মঞ্জুর করেছিল ভারত-সরকার। পাকিস্তানী আদনান সামি প্রথম ভারতে পা রাখেন ১৩ মার্চ, ২০০১-এ। সেই সময়ে ভিজিটর্স ভিসা দেওয়া হয়েছিল তাকে। এক বছর মেয়াদ ছিল সেই ভিসার। তার পরে বিভিন্ন সময়ে সামির ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এ বার বর্ষশেষের দিনেই ঘোষণা করা হল, আদনান সামি ভারতের নাগরিক। 
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �