বুধবার, ১৫ জুলাই, ২০২০, ০৯:৫৫:৩৩

অ'ভিনব প্র'তারণার শি'কার হতে হতে বেঁচে গেলেনএক অভিনেত্রী

অ'ভিনব প্র'তারণার শি'কার হতে হতে বেঁচে গেলেনএক অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ‘ফ্যান পেজ’ তৈরি করে তাতে দেয়া হয় চলচ্চিত্র পরিচালকদের ছবি এবং ভি'ডিও। এরপরেই সেই পেজ থেকে অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাদের খোলামেলা ছবির চেয়ে নেয়া এবং পরে সেই সব ছবি হাতিয়ার করে দিনের পর দিন হু'মকি। পুলিশের কাছে অভি'যোগ, এ ভাবেই ‘বড় নাম’ কাজের সুযোগ দিচ্ছেন ভেবে সেই ফাঁ'দে পা দিলেই হাজার হাজার টাকা খুইয়ে প্র'তারিত হতে হয়। এমন অ'ভিনব প্র'তারণার শি'কার হতে হতে বেঁচে যাওয়া এক অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালক এখন কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার ওই নামী চলচ্চিত্র পরিচালক পুলিশের কাছে অভি'যোগ করেন তার নাম ভাঙ্গিয়ে ‘ফ্যান পেজ’ খুলে এমনই প্র'তারণা-চক্র চলছে। ওই পরিচালকের দাবি, সেই সময়ে এক অভি'যুক্তকে ধরার পাশাপাশি পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও পুলিশ তাকে জানিয়েছিল। এরই মধ্যে মঙ্গলবারই এক উঠতি অভিনেত্রী পুলিশে অভি'যোগ করেছেন যে, সেই পেজের ফাঁ'দে পা দিয়ে তিনি প্র'তারিত হয়েছেন। যা শুনে ওই পরিচালক বললেন, এর আগেও আমার নামে ওই রকম পেজ খুলে কারও থেকে তিন হাজার, কারও থেকে চার হাজার করে টাকা তুলেছিল। পুলিশ তো বলেছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। ফের তা হলে এমনটা ঘটল কী করে!

এদিকে ওই অভিনেত্রীর দাবি, শুধু কলকাতার ওই পরিচালকই নন, মুম্বাইয়ের এক বাঙালি পরিচালকের নাম ভাঙিয়েও তার সঙ্গে কথা বলেছে প্র'তারণা-চক্রের সদস্যরা। কলকাতার ভবানীপুরের বাসিন্দা ওই অভিনেত্রী বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। তবে এখন কাজ পাওয়া কতটা শক্ত, সকলেই জানেন। ওই নামী পরিচালকের নামে তৈরি ‘ফ্যান পেজ’টা লাইক করেছিলাম। সেই পেজ থেকেই গত সোমবার নতুন অভিনেতা খোঁ'জা হচ্ছে জানিয়ে একটি মেসেজ আসে। মেসেজের উত্তর দিলে একটি ফোন নম্বর পাঠানো হয়। মুম্বাইয়ের এক নামী বাঙালি পরিচালকের নাম করে জানানো হয় যে, সেটি তার নম্বর।

এর পরে সেই নম্বর মোবাইলে সেভ করে সোমবার রাতেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অভিনেত্রী। ব্যক্তিগত কিছু তথ্য জানার পাশাপাশি ওই নম্বর থেকে তার খোলামেলা ছবিও চাওয়া হয় বলে তরুণীর দাবি। তার কথায়, আমাদের পেশায় রাত পর্যন্ত অনেকেই কাজ করেন ঠিকই। কিন্তু কাজ খুঁ'জছে, এ রকম কারও সঙ্গে ওই মাপের এক জন পরিচালক অত রাত পর্যন্ত কথা বলছেন দেখে প্রথমে সন্দেহ হয়। এর পরে রেজিস্ট্রেশন বাবদ টাকা চাওয়া হয়। তখনই মনে হল, অত নামী এক জন পরিচালক রেজিস্ট্রেশনের টাকা চাইতে পারেন না। এর পরে আমার যে ধরনের ছবি চাওয়া হল, তাতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল।

ওই অভিনেত্রী আরও বলেন, মঙ্গলবার সকালেই কয়েক জন পরিচিত সিনিয়র অভিনেতার সঙ্গে কথা বলে পুলিশে জানাব ঠিক করি। সকালে ওই নম্বরে ফোন করে পুলিশে যাচ্ছি বলার পরেই আমাকে ব্লক করে দেওয়া হয়।” এর পরেই লালবাজারের সাইবার শাখায় অভি'যোগ করেন তরুণী। মুম্বাইয়ের ওই বাঙালি পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চালনি। শুধু জানিয়েছেন, বিষয়টি প্রথম শুনলেন। তবে কলকাতার নামী পরিচালকও নিজের পরিচয় প্রকাশ্যে আনতে চান না। তার বক্তব্য, এত কম টাকা নিয়ে এই সব করা হচ্ছে যখন, তখন ব্যাপারটা আমাকে বদনাম করার জন্যও হতে পারে। আবার পুলিশকে চিঠি দেব।

লালবাজারের সাইবার শাখা সূত্রের খবর, তরুণীর অভি'যোগ পাওয়ার পরেই ওই ‘ফ্যান পেজ’টি বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, কলকাতার পরিচালক আগে যে অভিযোগ করেছিলেন, সেই ঘটনায় জড়িত ব্যক্তি এই ক্ষেত্রেও জড়িত কি না। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে