এখন ভালো আছেন বিদ্যা, কাল ফিরছেন বাড়ি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : একদিকে বর্ষবরণ। অন্যদিকে নিজের জন্মদিন। তারমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি! হতাশ না হয়ে কি পারেন বলিউডের ডার্টি পিকচারখ্যাত অভিনেত্রী বিদ্যা বালান?
তবে দুঃশ্চিন্তার কারণ নেই। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। কাল অর্থাৎ নতুন বছরের প্রথম দিনই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা যায়, এবারের জন্মদিন আর বর্ষ বরণের জন্য দারুণ সব প্ল্যান করে রেখেছিলেন বিদ্যা বালান। ফলে বর্ষবরণ উদযাপনে স্বামী সিদ্ধার্থ রয় কপূরের সঙ্গে দুবাই যাচ্ছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে পিঠে ব্যথায় মাঝপথ থেকেই ফিরে আসতে হয় মুম্বাইতে।
অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন, ‘বিদ্যা সেরে উঠছেন। এখন ভাল আছেন উনি। আগামিকালই ছাড়া পাবেন।’ 
বৃহস্পতিবার সন্ধেবেলা বিদ্যাকে মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। পিঠের ব্যথার কারণ হিসেবে মনে করা হচ্ছিল কিডনি স্টোনের সমস্যায় ভুগছেন তিনি। প্রাথমিক চিকিতৎসার পর এখন বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। নতুন বছরের প্রথম দিনই হাসপাতাল থেকে বাড়ি আসবেন এই অভিনেত্রী। 
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �