শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ১১:২৯:৩৭

ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে

ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার পর তাদের শ্বাসকষ্ট বেড়ে গেলে শুক্রবার তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন এবং তার শ্বশুর অমিতাভ বচ্চন নানাবতীতে ভর্তি হয়েছেন। 

গেল ১২ জুলাই অভিষেক টুইট করে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া রাই ও তার মেয়ে আরাধ্যাকে করোনা পরীক্ষা করা হয়েছে। তারা প্রথম পরীক্ষায় আক্রা'ন্ত শনা'ক্ত হননি। কিন্তু দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে তাদের। অভিষেকের মা অবশ্য করোনা নেগেটিভ ছিলেন। তাদের জন্য প্রার্থনাও চেয়েছিলেন তিনি। 

তিনি আরও জানান, তার বাবা ও তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন। এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই নানাবতী হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে, অমিতাভের অবস্থা বর্তমানে স্থিতিশীল, শুধু মৃ'দু উপসর্গ রয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন।

অন্যদিকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রশংসা করে অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, ভক্তদের তাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে