ঢাকাই সিনেমার ‘নীল দরিয়া’ সুইডিশ মেয়ের গলায়!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ‘ওরে নীল দরিয়া... আমায় দে রে, দে ছাড়িয়া’। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি গান। গানটি ছিল ‘সারেং বাড়ির বউ’ চলচ্চিত্রের। সুপরিচিত এই গানটি শোনা মাত্রই মনটা দুঃখবিলাসী হয়ে পড়ে। আর এটাই তো গানটির চিরন্তন আবেদন।
আর সেই আবেদন এবার ঝড়ে পড়ল এক সুইডিশ মেয়ের গলায়। আবেগ মেশানো কন্ঠে গাওয়া এই গানটি শুনলে অবাক তো হবেনই, বাহবাও দেবেন... তাহলে শুনে নিতে পারেন সুইডিশ মেয়ের গলায় ঢাকাই সিনেমার এই গানটি। গানটি শুনতে চাইলে এই লিংকে আসুন-- https://www.facebook.com/ROCKBONG/videos/1021858731209147/
৩১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �