সোমবার, ২০ জুলাই, ২০২০, ০১:২৮:৫২

মিশা-জায়েদের বয়কট নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

মিশা-জায়েদের বয়কট নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্প র'ক্ষার লক্ষ্যে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থের লক্ষ্যে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের প্রতি'বাদে রোববার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন।

এ সময় কাঞ্চন বলেন, ‘আমি যেমন শিল্পী, তেমনি একজন প্রযোজক, তেমনিভাবে একজন পরিচালকও। আমাদের এখানে আছেন ডিপজল সাহেব তিনিও একজন প্রযোজক। এখানে অনেকেই আছেন যারা একই সঙ্গে অনেক কাজে জ'ড়িত আছি। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে নতুনভাবে বলার কিছুই নাই। মানুষ কাজ করতে পারছে না, উপার্জন করতে পারছে না। সেই জায়গা যদি এমন দলাদলি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা কোনোভাবেই কাম্য নয়। বরং আমাদের প্রত্যকের চেষ্টা করা উচিত যেভাবেই হোক চলচ্চিত্রকে বাঁ'চিয়ে রাখতে হবে। আমি একটা জিনিস মনে করি চলচ্চিত্র যত দিন বেঁ'চে থাকবে আমি ম'রে গেলেও বেঁ'চে থাকবো। আর চলচ্চিত্র যদি না থাকে কেউ আমাকে স্মরণ করবে না।’

বর্তমান শিল্পী সমিতির কাজ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি নিজেও চলচ্চিত্রের শিল্পী সমিতির সেক্রেটারি ছিলাম। সত্যি কথা বলতে বর্তমানে যে কমিটি আছে আমি প্রশংসা না করে পারছি না। ২৬ শে মার্চের পরে এই প্রথম আমাকে বাইরে আনতে পেরেছে শিল্পী সমিতির নেতৃবৃন্দ। আমি একটা দিনও বের হইনি। আমি আল্লাহর কাছে একটা কথাই বলেছি যে যাই হোক না কেন আমি যেন একটা মিটমাট করে দিতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই এখানে আসা। পরিচালক-প্রযোজকদের উদ্দেশে আমি বলবো আপনারা চলচ্চিত্রের অংশ যেমন আমরা চলচ্চিত্রের অংশ কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগুতে পারবে না। করোনার মধ্যে আমরা দেখেছি শিল্পী সমিতি তাদের যে কাজ করেছে সব সময় সাহায্য সহযোগিতা কী দিচ্ছে না দিচ্ছে তা জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে কোনো নেতৃবৃন্দকে দেখি নাই শিল্পীদের পাশে থাকতে। আমি নিজেও দায়িত্ব পালন করার সময় পারি নাই। এখন করোনার যে দু'র্যোগ চলছে ঠিক এই সময়ে অনেক প্রযোজক আছেন যারা খুব খা'রাপ অবস্থায় আছেন। আমি আশা করবো প্রযোজকেরা নেতারা সমস্যায় থাকা প্রযোজকদের পাশে দাঁড়াবেন। যে সকল পরিচালক আছেন সমস্যার মধ্যে সেখানে পরিচালক সমিতির নেতারা তাদের পাশে দাঁড়াবেন। আমি একটা কথাই বলার জন্য এসেছি আসুন ভু'লভ্রা'ন্তি মানুষের হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে ভুল করে না। মানুষ জন্মগতভাবেই ভুল করে। ভুল হতেই পারে কিন্তু এটাকে প্রজ্ব'লিত করার চেষ্টা করবেন না। 

যদি কিছু হয়ে থাকে সবাই মিলে বসে সমাধান করি। সিনিয়ররা মিলে সবকিছু ঠিক করে দেই। এই করোনায় আমরা কে কখন চলে যাবো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই পরিস্থিতিতে আমরা বিরো'ধ তৈরি না করি। আমাদের মৃ'ত্যুর পরে কেউ যেন গা'লি না দেয় এই লোকটা ওই কাজটা করে গেছে। এই উপল'ব্ধি যেন সবার হয়। আমি আশা করবো খুব অল্প সময়ের মধ্যে বসেই এই সমস্যার সমাধান করবো।’

এ সময় শিল্পীদের সহযোগিতায় ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমার নিজেরও খুব একটা ইনকাম নেই। আমার একটা বাড়ি আছে ওইটার ভাড়া দিয়েই চলতে হয়। করোনার কারণে সেটাও ঠিকমতো পাচ্ছি না। তবে আমি শিল্পীদের জন্য ১ লাখ টাকা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, অঞ্জনা, নায়ক রুবেল, মিশা সওদাগর, জায়েদ খান, মারুফ আকিব, জয় চৌধুরী, মাসুম বাবুলসহ অনেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে