বুধবার, ২২ জুলাই, ২০২০, ০৯:৪৫:১৭

সালমান শাহ'র টি-শার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়েছেন মা নীলা চৌধুরী

সালমান শাহ'র টি-শার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়েছেন মা নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার মহানায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। তবে কোটি ভক্তের অন্তরে তিনি আজও অমর হয়ে আছেন। সেই ভক্তদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছিল প্রিয় নায়কের ব্যবহার করা টি-শার্ট ও মাথার ব্যান্ড নিলামে ওঠার ঘোষণার মধ্য দিয়ে।

সেই সুযোগ সম্ভবত শেষ পর্যন্ত আর পূরণ হচ্ছে না। কারণ, সালমানের পরিবার আপত্তি জানিয়েছে এই নিলামের ব্যাপারে। বরং সালমান শাহের মা নীলা চৌধুরী ও মামা কুমকুম সালমান ভক্তের কাছে ওই টি-শার্ট ও মাথার ব্যান্ড ফেরত চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন।

নায়কের মা নীলা চৌধুরী প্রায় ২০ বছর আগে এ দুটি জিনিস স্মৃতি হিসেবে মামুনকে উপহার দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এবার করোনা প'রিস্থিতিতে দেশের অসহায় মানুষদের কল্যাণে তিনি সেই সব জিনিস নিলামে তুলতে চান। প্রিয় নায়কের টি-শার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে অসহায়দের সাহায্য করাই তার উদ্দেশ্য।

কিন্তু ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই এই দুটি জিনিস নিলামে তোলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। ওই সংবাদের প্রেক্ষিতে নীলা চৌধুরী ও তার পরিবারের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট ফারুক আহমেদ স্বাক্ষরিত একটি উকিল নোটিশ আজ মঙ্গলবার (২১ জুলাই) মামুনুর রেজা মামুনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে