‘টুইঙ্কল ডিম্পলের অবৈধ সন্তান নন’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : ২৯ ডিসেম্বর ছিল টুইঙ্কল খান্নার জন্মদিন।  জন্মদিনে ট্যুইট করে শুভেচ্ছা জানান ঋষি কাপুর।  ট্যুইটে লিখেন, ‘Happy Happy Birthday dear one! You were in your mums tummy when I was serenading her in Bobby’ Aksar koi Ladka’ In 1973 lol.’... ব্যাস, আর যান কোথায়! চারদিকে আলোচনা-সমালোচনার ঝড়।  প্রশ্ন ওঠে, তবে কি টুইঙ্কল খান্না ডিম্পল কাপাডিয়ার অবৈধ সন্তান!
এসব আলোচনায় বেজায় চটেছেন ঋষি কাপুর।  তার ট্যুইট নিয়ে এমনিতেই নানা সময় বিতর্ক হয়েই থাকে।  তবে এবার ঋষি খুবই বিরক্ত।  পাল্টা ট্যুইটে ঋষি তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন কিছু মানুষ আছেন, যাদের কোনো কাজকর্ম নেই। 
তিনি ট্যুইটে লিখেন, কিছু মানুষের সমস্যাটা ঠিক কোথায় সেটাই বুঝতে পারি না।  কাকাজি আর ডিম্পলের বিয়ে হয়েছিল ববি ছবির শ্যুটিং শেষ হওয়ার আগেই।  আকসর কোই লড়কা গানটির যখন শ্যুটিং হয় তখন ডিম্পল তিন মাসের প্রেগনেন্ট ছিলেন।  কাকাজি আর ডিম্পলের বিয়ে হয় ৭৩-এর মার্চ মাসে, ববি মুক্তি পায় ৭৩-এর সেপ্টেম্বরে এবং টুইঙ্কলের জন্ম হয় ৭৩-এর ২৯ ডিসেম্বর।  আশা করি, এবার সব 'ইডিয়ট'-এর সব সন্দেহের অবসান হয়েছে।
আর কোনো কানাঘুষোর সুযোগই রাখলেন না ঋষি।  কারো জন্মদিনের শুভেচ্ছা বার্তা যে এত সমস্যা তৈরি করতে পারে তা সত্যিই অবাক করার মতোই।
৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �