শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১২:৩৯:১৪

২০ বছর পেরিয়ে ২১ বছরে পা দিল তৌকীর-বিপাশার দাম্পত্য জীবন

২০ বছর পেরিয়ে ২১ বছরে পা দিল তৌকীর-বিপাশার দাম্পত্য জীবন

বিনোদন ডেস্ক : ২০০০ সালের ২৩ জুলাই ভালোবেসে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পা দিল তাদের দাম্পত্য জীবন। দীর্ঘদিনের এই সংসার যাপনে তারা দুই সন্তানের জনক-জননী।

তাদের দাম্পত্য জীবনের সুখে থাকার মূলমন্ত্রের কথা জানালেন তৌকীর আহমেদ। তিনি বলেন, 'দাম্পত্য জীবনে মান-অভিমান পর্ব থাকবেই। কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তাদের কখনও কোনো বিষয়ে দ্বিমত কিংবা ঝগ'ড়া হবে না। বিপাশা এবং আমার সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকে। এখনও আমরা একে অপরের ভালো বন্ধু। এমনকি আমাদের সন্তানদের কাছেও আমরা ভালো বন্ধু। 

তৌকীর  আরও বলেন, দীর্ঘ দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়নি- এটা বলব না। হয়েছে, মিটেও গেছে। ঘর-সংসারের বাইরে অভিনয় জীবন, নির্মাণ ও অন্যান্য কাজকর্ম করি। যা নিয়ে কখনও একমত হয়েছি, কখনও মতভেদও হয়েছে। আবার ছোটখাটো বিষয় নিয়ে কখনও কখনও মান-অভিমান হয়েছে। কে আগে বা পরে কার মান ভা'ঙিয়েছি- এটা বড় বিষয় নয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে