বিনোদন ডেস্ক : মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উ'দ্ধার হয় অভিনেতার ঝু'ল'ন্ত দেহ। আত্মহ'ত্যা? খু'ন? নাকি অন্য কোনও চ'ক্রা'ন্ত ? সুশান্তের মৃত্যুর পর ১ মাসের বেশি সময় কে'টে গিয়েছে, জো'রক'দমে তদ'ন্ত চলছে মুম্বাই পুলিশের, জিজ্ঞা'সাবাদ করা হয়েছে অভিনেতার কাছের বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, সহকর্মী, বলিউডের হেভিওয়েটদের।
তবু এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে পারেনি পুলিশ। সুশান্তের অনুরাগীরা বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যা'টফর্মে দাবি রাখেন, অভিনেতার মৃত্যুর তদ'ন্ত পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই অর্থাত্ কেন্দ্রীয় তদ'ন্তকারী সংস্থার হাতে দেওয়া হোক। সিবিআই তদ'ন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই চিঠির প্রাপ্তি স্বী'কার করেছেন প্রধানমন্ত্রী মোদি।
সুব্রহ্মণ্যম স্বামীর চিঠির প্রাপ্তি স্বী'কার করে প্রধানমন্ত্রীর দফতরের তরফে পা'ল্টা যে চিঠি পাঠানো হয়, সেই চিঠির কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুব্রহ্মণ্যম স্বামীর একান্ত সচিব জগদীশ শেট্টি। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ''গত ১৫ জুলাই সুশান্ত সিং রাজপুতের অস্বা'ভাবিক মৃত্যুর ঘ'টনায় সিবিআই তদ'ন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে গত ২০ তারিখ সেই চিঠির প্রাপ্তি স্বী'কার করে পা'ল্টা চিঠি পাঠানো হয়েছে।''
প্রসঙ্গত, সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সরাসরি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদ'ন্ত চেয়ে আবেদন জানান। এছাড়াও, বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমনসহ বহু বিশিষ্টজন লাগাতার দাবি করেন সুশান্তের মৃত্যুর তদ'ন্ত মুম্বাই পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হোক। কিন্তু ১৭ জুলাই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্ট জানিয়ে দেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদ'ন্তে সিবিআই-এর প্রয়োজন নেই। মুম্বাই পুলিশই যথেষ্ট।