রবিবার, ২৬ জুলাই, ২০২০, ১২:৪৫:৩৮

দুই ক্রাচে ভর করে বৃদ্ধের মাস্ক বিক্রি, ভিডিও দেখে দেবের ফোন

দুই ক্রাচে ভর করে বৃদ্ধের মাস্ক বিক্রি, ভিডিও দেখে দেবের ফোন

বিনোদন ডেস্ক : অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফে'র খবর হলেন টলিউড তারকা ও সাংসদ দেব। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার অমল ভৌমিক নামে এক বৃদ্ধ মাস্ক বিক্রেতা আলো'চনায় উ'ঠে আসেন। করোনাকালে আর্থিক অ'নট'নে পড়ে যান এক বৃদ্ধ। শারীরিক প্রতিব'ন্ধক'তা নিয়ে পথে নেমে মাস্ক বিক্রি শুরু করেন। স্থানীয় সিপিআইএম কর্মী সোমনাথ সরকার সেই ভিডিও টুইট করেন। 

জানা গেছে, অমল ভৌমিকের পারিবারিক ফুলের ব্যবসা করোনা ও লকডাউনের কারণে ম'ন্দার মু'খে। তাই আর্থিক অ'নট'ন থেকে সংসার বাঁ'চাতে হাতে ক্রাচ ঠে'লেই মাস্ক বিক্রি করেন ওই বৃদ্ধ। এই ভিডিও ভাইরাল হতেই তা ন'জরে পড়ে দেবের। সেই বামকর্মীকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা-সাংসদ লেখেন, এই ধরনের খবর ছড়ানোর জন্য ধন্যবাদ। তারপরই জানা যায় দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আর্থিক সাহায্য করতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

এই সাহায্যের কথা স্বী'কার করে ওই বৃদ্ধের ছেলে বলেন, দেব দা'র ব্যক্তিগত সচিব এসে আমাদের সঙ্গে কথা বলে গিয়েছেন। কীভাবে এই সাহায্য আমাদের হাতে তু'লে দেওয়া হবে। তা জানাবে বলেছে।

বেলঘড়িয়ার প্রফুল্লনগরের বাসিন্দা অমল ভৌমিক বলেছেন, আমার ছেলে ব্যবসা ফে'রাতে চেষ্টা করছে। কিন্তু প্রায় লকডাউন ঘোষণা হওয়ায় সেই কাজ বা'ধা পাচ্ছে। পাশাপাশি নেই কোনো অনুষ্ঠানের অর্ডার। সবমিলিয়ে পরিস্থি'তি প্রতিকূ'ল।সূত্র: এনডিটিভি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে