সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১১:২৩:৫৭

এবার এফডিসিতে কোরবানি হচ্ছে না, নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না

এবার এফডিসিতে কোরবানি হচ্ছে না, নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না

বিনোদন ডেস্ক : মহামা'রী করোনাভাইরাসের প্রা'দুর্ভা'বের কারণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) কোরবানি হচ্ছে না। তাই এবার শিল্পীদের বাসায় ঈদ উপহার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। পাশাপাশি অসচ্ছল শিল্পীদের নগদ অর্থ দেওয়া হবে।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, করোনার কারণে এবার গরু কোরবানি দেওয়া হচ্ছে না। এফডিসিতে কোরবানি না দিয়ে শিল্পীদের বাসায় উপহার সামগ্রী পাঠানো হবে। এছাড়া অসচ্ছল শিল্পীদের জন্য নগদ অর্থ প্রেরণ করা হবে। ২৮ জুলাই থেকে শিল্পীদের বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

এদিকে, মহামা'রি করোনার কারণে এবারের ঈদেও সিনেমা হলগুলো না খোলায় নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। পাশাপাশি নতুন কোনো সিনেমারও শুটিং শুরু হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে