সোমবার, ২৭ জুলাই, ২০২০, ০৯:৩৪:৪২

বলিউডের এক খানকে ঘিরেই ১৭ বছর মুখ দেখাদেখি বন্ধ ঐশ্বরিয়া ও রানির

বলিউডের এক খানকে ঘিরেই ১৭ বছর মুখ দেখাদেখি বন্ধ ঐশ্বরিয়া ও রানির

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রানি মুখার্জি-- দু'জনেই ক্যারিয়ার শুরু করেছিলেন একই সময়ে। ক্যারিয়ারের শুরুতে সম্পর্ক ভাল থাকলেও জানেন কি, এই দুই বলিস্টারের মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ! দু'জনের বিয়েতেই নিমন্ত্রিত ছিলেন না দু'জনের কেউ। যত কা'ণ্ড এক খানকে ঘিরেই। কী হয়েছিল?

১৯৯৭ সালে ''রাজা কি আয়েগি বারাত' সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘ'টে রানি মুখার্জির। ছবির পরিচালক ছিলেন অশোক গায়কোয়াড়। অন্যদিকে, ওই একই বছরে হিন্দি ছবিতে ডেবিউ করেন ঐশ্বরিয়া। ছবির নাম 'আউর প্যায়ার হো গায়া'। বিপরীতে ববি দেওল।

রানি এবং ঐশ্বরিয়া-- দু'জনেরই প্রথম ছবি হি'ট হয়নি। কিন্তু রানির অভিনয় ক্ষ'মতা ন'জর কাড়ে পরিচালক-প্রযোজকদের। ন'জর কাড়ে আমির খানেরও। আমিরই তাকে 'গুলাম' ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত 'গুলাম' সুপারহিট হয়। অন্যদিকে, ঐশ্বরিয়ার কাছেও আসতে থাকে ছবির প্রস্তাব। তার নীল চোখ, মিষ্টি হাসিতে তখন তোলপাড় বলিউড।

আমির এবং ঐশ্বরিয়ার আগে থেকে বন্ধুত্ব থাকলেও মিস্টার পারফেকশনিস্টের প্রিয় হয়ে ওঠেন রানি। অন্যদিকে, ঐশ্বরিয়া তখন সালমানের ভালবাসা। তার সঙ্গে সালমানের 'হাম দিল দে চুকে সানাম' তখন সুপারহিট। রিল এবং রিয়েল-- দু'টি ক্ষেত্রেই সালমান-ঐশ্বরিয়া জুটি তখন তুমুল জনপ্রিয়।

এদিকে সালমান এবং শাহরুখ তখন গলায়-গলায় বন্ধু। সেই সুবাদে ঐশ্বরিয়ার সঙ্গেও শাহরুখের খাতির ছিল বেশ ভালই। 'মহব্বতে' সহ বেশ কিছু ছবিতে শাহরুখের অনুরোধে অতিথি শিল্পী হিসেবেও অভিনয় করছিলেন ঐশ্বরিয়া। 'দেবদাস' ছবিতে তাদের জুটি পছন্দও হয়েছিল দর্শকদের।

এমন সময়, ২০০৩ নাগাদ 'চালতে চালতে' ছবিতে শাহরুখের বিপরীতে কাস্ট করা হয় ঐশ্বরিয়া। শোনা যায়, শুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সে সময় ঐশ্বরিয়া এবং সালমানের ব্যক্তিগত সম্পর্ক টালমা'টাল। ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক হিরোকে নিয়েই ভাইজান ঐশ্বরিয়াকে সন্দে'হ করেন। এমন সময়েই 'চালতে চালতে' ছবির সেটে এসে একদিন আচ'মকাই ঝামে'লা জুড়ে দেন সালমান।

শাহরুখ কোনও ঝামে'লার মধ্যে না গিয়ে ঐশ্বরিয়াকে সেই ছবি থেকে বাদ দিয়ে নেন রানিকে। ঝামে'লার সূ'ত্রপা'ত সেখান থেকেই। ঐশ্বরিয়া জানিয়েছিলেন, তাকে যে ছবি থেকে বাদ দেওয়া হবে সে কথা একবারও জানাননি শাহরুখ। বলিউডে ছবি হাতছাড়া হওয়া নতুন কিছু নয়। তাই বলে কথা বলা বন্ধ, খুব একটা দেখা যায় না। রানি-ঐশ্বরিয়ার মধ্যেও কিন্তু সে জন্য মুখ দেখাদেখি বন্ধ হয়নি। অবশ্য এর পিছনে ছিল আরও এক গুরুত্বপূর্ণ কারণ।

সে সময় অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন রানি। কিন্তু সালমান এবং বিবেকের সঙ্গে বিচ্ছে'দের পরেই আচ'মকাই অভিষেক এবং ঐশ্বরিয়ার সম্পর্কের গু'ঞ্জন বলিউডের বাতাসে ভেসে বেড়াতে থাকে। কথা কানে যায় রানির। তার আশ'ঙ্কাই সত্যি হয়। রানির সঙ্গে অভিষেকের ব্রে'কআপের পর অ্যাশের গলাতেই মালা দেন ছোটে বচ্চন। ইন্ডাস্ট্রি বলে, ঐশ্বরিয়ার জন্যই ভে'ঙে গিয়েছিল 'বান্টি আউর বাবলি' জুটি।

গোটা বলিউড নিম'ন্ত্রিত থাকলেও অভি-অ্যাশের বিয়েতে ডাকাও হয়নি রানিকে। বচ্চন পরিবারে তিনি আজও ব্রাত্য। যদিও পা'ল্টা দিয়েছিলেন রানিও। আদিত্য চোপড়াকে বিয়ে করার সময়েও তিনি আমন্ত্রণ জানাননি অভি-অ্যাশকে। প্রকাশ্যে কোনওদিনই এ বিষয়ে দুই নায়িকা মুখ না খুললেও ইন্ডাস্ট্রির সবাই জানেন এই দুই সুন্দরীর ঠা'ণ্ডা লড়া'ইয়ের কথা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে