বুধবার, ০৫ আগস্ট, ২০২০, ১০:৩৪:১৯

সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই তদন্ত, বিজ্ঞপ্তি জারি সরকারের

সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই তদন্ত, বিজ্ঞপ্তি জারি সরকারের

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুর মৃত্যু মামলায় সিবিআই তদ'ন্তের বিজ্ঞপ্তি জারি করলো ভারত সরকার। এর আগে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সিবিআই তদ'ন্তের আর্জি মেনে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টে তা জানিয়ে দেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

এদিন সর্বোচ্চ আদালতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার শুনানি হয়। আদালত মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে এই মামলার তদ'ন্তের স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে। এই মামলা সংক্রা'ন্ত জবা'বদি'হির জন্য মহারাষ্ট্র সরকার, বিহার সরকার, কেন্দ্রীয় সরকার ও রাজপুত পরিবারকে তিন সপ্তাহ সময় দিয়েছে। এই শুনানি চলাকালীনই সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সিবিআই তদ'ন্তের সুপারিশ মেনে নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

গত মঙ্গলবারই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারায় সিবিআই তদ'ন্তের সুপা'রিশ করে বিহার সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, ''রাজ্য পুলিশের ডিজি সুশান্তের বাবা কেকে সিংয়ের সঙ্গে কথা বলেছেন। সিবিআই তদ'ন্তের জন্য তিনি সম্মতি দিয়েছেন। তাই আমরাও সরকারের তরফে সিবিআই তদ'ন্তের সুপা'রিশ করলাম।''

শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ''অভিনেতার মৃত্যু কী কারণে তার সত্য প্রকাশ পাওয়া প্রয়োজন।'' সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী সহ মোট ছয় জনের বি'রু'দ্ধে গত ২৫জুলাই বিহার পুলিশের কাছে এইআইআর দায়ের করেছেন অভিনেতার বাবা কেকে সিং। সেই মামলা মুম্বাইতে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন রিয়া। সেই মামলারই শুনানি হয় এদিন।

সিবিআই তদ'ন্তের বিষয়ে রিয়া চক্রবর্তীর আইনজীবী গতকাল বলেছিলেন, ''সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী যে আবেদন করেছেন তা বিহার পুলিশের তদ'ন্তের আওতাধীন নয়। সিবিআই হবে কিনা তা নিয়ে বিহার পুলিশের হ'স্তক্ষে'পের কোনও যৌ'ক্তিকতা নেই।'' এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুতকা'ণ্ডের কিনারায় মুম্বাই পুলিশ যথেষ্ট দ'ক্ষতার সঙ্গে তদ'ন্ত এগোচ্ছে। তদ'ন্তভার সিবিআই-য়ের হাতে দেওয়ার প্রয়োজন নেই।

ইতিমধ্যেই কেকে সিংয়ের দায়ের করা অ'ভিযো'গের প্রেক্ষিতে মুম্বাইতে গিয়েছে বিহার পুলিশের বিশেষ তদ'ন্তকারী দলের প্রতিনিধিরা। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উ'দ্ধা'র হয়। এরপর মুম্বাই পুলিশ তদ'ন্ত শুরু করে।  'এটা আ'ত্মহ'ত্যা নয়, এটা পরিক'ল্পিত খু'ন'। সুশান্তের মৃত্যুর পরই এই অ'ভিযো'গ এসেছে বি-টাউনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে