২০১৫ সালে শাকিব খানই শীর্ষে 
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে বছরজুড়ে কে ভালো করল, কে করল না। কে একে আছেন? কে আছেন দুই ও তিনে? এমন একটা জল্পনা সব সময়ই থাকে। তাহলে এবারের সেই এক, দুই এবং তিনে থাকা অভিনেতা কারা ছিলেন? 
এমন হিসেব কষতে গেলে কিছুটা দ্বিধায় আপনাকে পড়তেই হবে। তারপরও হিসেব বলে কথা। তবে এমন হিসেবে দেশি তারকা থাকবে, না যৌথ নামে ওপার বাংলার যে তারকার কাজ করেছেন তারাও আসবেন? 
তবে সর্বাধিক আয়ের দিক থেকে এবারও সেরা অভিনেতার তকমাটা কিন্তু ঢাকাই কিং শাকিব খানের কপালেই রইল। আর দর্শক চাহিদা, হল হাউজফুল এবং কমপ্লিট হিরো হিসেবে শাকিবের পরে আরেফীন শুভ’র নামটি উচ্চারিত হলেও ব্যবসা সফলতার দিক দিয়ে সে দৌড়ে অনেক পিছিয়ে তিনি। 
যদিও ‘ছুঁয়ে দিলে মন’ নামের একটি ছবি প্রশংসিত হয়েছে। কিন্তু শাকিবের ‘লাভ ম্যারেজ’সহ অন্যান্য ছবির অ্যাভারেজ ব্যবসায় সে অঙ্ক কিছুই না। 
তাহলে তৃতীয় নায়ক কে? এটা বলাও মুশকিল। সোহম না ওম? কিন্তু ওরা তো বাংলাদেশের নায়ক নন! আবার আমাদের ছবির নায়ক! সেই দ্বিধা আর সঙ্কটেই কেটেছে এ বছর। সেই হিসেবে গত বছরের সেরা অভিনেতার তালিকায় অবশ্যই আসবেন মিশা সওদাগর। শক্তিমান এই অভিনেতা নিজের ভিলেন ইমেজ ভেঙে বিভিন্নধারার কাজ করেছেন ২০১৫ সাল জুড়ে।
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �