অপু ও মাহিকে ছাড়িয়ে শীর্ষে মীম
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : ২০১৫ সালে ব্যবসা সফল সিনেমার দিক থেকে কে এগিয়ে? বিদ্যা সিনহা মীম? মাহিয়া মাহি? নাকি অপু বিশ্বাস? এমন হিসেব কষতে বসলে নির্দ্বিধায় বলতে হয়, বিদ্যা সিনহা মীম ছিলেন বিদায়ী বছরে সেরা।
চলচ্চিত্রের প্রতি নিজের নিষ্ঠা আর কমিটমেন্ট থেকেই দর্শকদের মাঝে আস্থার জায়গা করে নিয়েছেন মীম। 
তাহলে মাহি আর অপুর অবস্থান? সে ক্ষেত্রে মীমের পরের অবস্থানে আছেন আলোচিত নায়িকা মাহী। এর কারন সারাবছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠান বদল, প্রেম, বিয়েসহ ফেসবুকের নানা গুঞ্জনেই মিডিয়াকে বিভ্রান্ত করেছেন তিনি। 
অপরদিকে, অপু বিশ্বাস গত কয়েক বছরের টানা ব্যস্ততার পর নতুন জেনারেশনের চাহিদায় এ বছর ভাটা পড়েছে। যদিও ‘লাভ ম্যারেজ’ নামের একটি চলচ্চিত্র রয়েছে তার ক্যারিয়ারের ঝুলিতে, কিন্তু সারাবছরের খসড়ায় গত বছর চলচ্চিত্রে একটু ঢিলেঢালা অবস্থানেই দেখা যায়। 
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �