বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২০, ১০:৫২:১৯

সুশান্তের মৃত্যু তদন্তে নেমে রিয়া ও তার পুরো পরিবারের নামে এফআইআর করলো সিবিআই

সুশান্তের মৃত্যু তদন্তে নেমে রিয়া ও তার পুরো পরিবারের নামে এফআইআর করলো সিবিআই

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদ'ন্ত শুরু করলো সিবিআই। বৃহস্পতিবার অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী-সহ মোট ছ'জনের বি'রু'দ্ধে এফআইআর দায়ের করলো কেন্দ্রীয় তদ'ন্ত সংস্থা সিবিআই। ইতিপূর্বে বিহার পুলিশের কাছে রিয়ার বি'রু'দ্ধে অ'ভিযো'গ দায়ের করেছিলেন সুশান্তের বাবা। 

দীর্ঘদিন ধরে সিবিআই তদ'ন্তে চেয়ে সোশ্যায় মিডিয়াতেও আন্দোলন করছিলেন সুশান্তের অনুরাগীরা। জ'ল্পনা আগেই ছিল। বিভিন্ন সূত্রে খবর মিলছিল রিয়া ও তার পরিবারের বি'রু'দ্ধে এফআইআর দায়ের করবে তদ'ন্তকারী সংস্থা। সেই জ'ল্পনা এদিন হাতেনাতে ফলে গেল। জানা গিয়েছে, সিবিআই রিয়া, তার ভাই সৌহিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী ও মা সন্ধ্যা চক্রবর্তীর নামে এফআইআর করেছে। 

এর পাশাপাশি, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়ের মিরান্দা ও শ্রুতি মোদির নামেও দায়ের হল অ'ভিযো'গ। তাদের বিরুদ্ধে অ'পরা'ধমূলক য'ড়য'ন্ত্র, চু'রি, আ'ত্মহ'ত্যায় প্ররো'চনার মত অ'ভিযো'গ আনা হয়েছে। এদিকে ইডির ত'ল'ব, অন্যদিকে সুপ্রিম কোর্টে আবেদন খা'রিজ, উপরন্তু সুশান্ত ইস্যু সিবিআইয়ের হাতে, এমতাবস্থায় রিয়া চক্রবর্তী বে'জায় বি'পাকে পড়েছেন। 

ঘনিষ্ঠ সূত্রের খবর, সিবিআই আর ইডির কথা শুনে একপ্রকার প্যা'নিক অ্যা'টাকেই ভু'গছেন রিয়া। অভিনেত্রীর ভ'য়, পাছে তাকে গ্রেপ্তার না করা হয়! আর তাই বোধহয়, বিগত কয়েকদিন ধরে পলা'তক রিয়া। এমনকী, বিহার পুলিশের টিম তার সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। কিন্তু সিবিআই তদন্তের জন্য তিনি নিজেই তো অমিত শাহর কাছে আবেদন জানিয়েছিলেন টুইটে। 

তাহলে, এতদিন বাদে যখন সেই মনোবাঞ্ছাই পূরণ হল, তিনি কোথায়? কেন রিয়া কিছু বলছেন না? প্রশ্ন তুলেছেন অনেকে। এরমাঝেই সুশান্তের এক বান্ধবী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেছেন যে, অভিনেতার পরিবারের লোকেরা তার বাড়িতে এলেই নাকি রিয়ার সঙ্গে সুশান্তের অশা'ন্তি চ'র'ম পর্যায়ে পৌঁছতো। গতকাল বুধবার সকালেই সুশান্ত মৃত্যু তদ'ন্তের ভার সিবিআইয়ের হাতে ন্যস্ত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে