আসিনের সাড়ে ৬কোটির সেই আংটি সালমানের আঙ্গুলে!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : বাগদানের আংটি পড়লেন বলিউড ভাইজান সালমান খান! তাহলে কি তিনি বিয়ে করতে চলেছেন? না। তা অবশ্য নয়। তবে তিনি ঠিকই পড়েছেন বাগদানের আংটি। সেও আবার সাড়ে ৬ কোটি রুপি মূল্যের! 
সে কি! ভাবছেন এই সাড়ে ৬ কোটি রুপি মূল্যের আংটি তো বলিউড অভিনেত্রী আসিনকে পড়িয়ে বিয়ের প্রস্তাব করেছে ব্যবসায়ী রাহুল শর্মা! তাহলে সেটা সালমানের হাতে কেন?
প্রশ্ন তো আসতেই পারে। তা হলে খুলেই বলি। কিভাবে এ আংটি ভাইজানের হাতে গিয়েছিল। 
আসনি সম্প্রতি উপস্থিত হয়েছিলেন সালমান খানের ৫০তম জন্মদিনের পার্টিতে। এই পার্টির অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ান অাসিন। কারণ তার অনামিকায় পরা ছিল সাড়ে ছয় কোটি রুপির বিশেষ আংটি। সালমান খোদ এই আংটিটি অাসিনের অনামিকা থেকে খুলে নিয়ে নিজের হাতে পরে ছবিও তুলেন। সব মিলিয়ে সাড়ে ছয় কোটি রুপি দামের এই বিয়ের আংটির মাধ্যমে আলোচনায় চলে এসেছেন অাসিন। 
এদিকে আংটির দামই সাড়ে ছয় কোটি রুপি। আর এই বিষয়টিই এখন ইঙ্গিত দিচ্ছে অাসিন ও রাহুলের বিয়ে কতটা জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল হতে যাচ্ছে। সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে নতুন বছরের জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত। কারণ সেদিনই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অসিন। 
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �