কার জন্য দীপিকার প্রার্থনা?
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : এই তো কিছুদিন আগে চুপিচুপি মন্দিরে গিয়েছিলেন দীপিকা পাডুকোন। সেখানে গিয়ে তিনি তার সাবেক প্রেমিক পুরুষ রণবীর কাপুরের সফলতা কামনা করে প্রার্থনাও করেছিলেন। আর সে নিয়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা। এবারও সেই প্রার্থনা! মন্দিরে গিয়েছিলেন তিনি। প্রার্থনাও করেছেন। তবে এবার কার জন্য? এবারও কি তবে তার প্রেমিক পুরুষ রণবীর সিংয়ের জন্য এ প্রার্থনা?
রাজস্থানের জেইন মন্দিরে অনেকে দেখেছেন দীপিকাকে। এবারও প্রার্থনা করতে সেখানে একাই গিয়েছিলেন দীপিকা। এ নিয়ে বলিউডে নানান কানাকানি শুরু হলেও জানা গেছে এবার সাবেক বর্তমান কোন প্রেমিকের জন্যই মন্দিরে যাননি দীপিকা। গিয়েছিলেন নিজের জন্যই। 
২০১৬ সাল যেন আরও ভালো কাটে তার জন্যই প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন দীপিকা। আর এ বিষয়টি খোদ মিডিয়াকে জানিয়েছেন এ তারকা নিজেই। 
এ বিষয়ে দীপিকা বলেন, নতুন বছর শুরু করছি। তাই মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম। কারণ ২০১৫ সালটি আমার অনেক ভালো গেছে। আশা করছি সবার দোয়ায় নতুন বছরটি আরও ভালো কাটবে।  
০১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �