শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ০৮:২৫:২০

এবার মাস্কের ব্যবসা শুরু করলেন সালমান খান

এবার মাস্কের ব্যবসা শুরু করলেন সালমান খান

বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী চা'ঙ্গা হযেছে মাস্কের ব্যবসা। তাই সালমান খানের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ এবার শুরু করেছে মাস্কের ব্যবসা। শুক্রবার মাস্ক পরা একটি ছবি সোশ্যাল মিডিয়া টুইটারে শেয়ার করে সেই খবর জানিয়েছেন বলিউডের ‘ভাইজান’ খ্যা'ত এ নায়ক।

টুইটারে ‘বিয়িং হিউম্যান’-এর তৈরি মাস্ক পরা ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং আজ মাস্ক নিয়ে এলো। আমাদের একটাই কাজ, পরুন আর পরিয়ে দিন। একটা মাস্ক কিনলে আরেকটি মাস্ক বিনামূল্যে দেয়া হবে, যেটা আপনি কাউকে দিতে পারবেন। পরিচিত বা অপরিচিত কারো সঙ্গে বাইরে বের হলেই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

সালমানের খানের মাস্কের ব্যবসায় নাম ভালো চোখে দেখছেন না অনেকেই। তাই ভালো করে নিচ্ছেও না এ সুখবর। সালমানের এই পোস্টের পরে অবশ্য তাকে নিয়ে ট্র'লের হি'ড়ি'ক পড়ে গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে