সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ১১:৫১:৫৪

দীলিপ কুমারের পরিবারে করোনার হা'না, আক্রা'ন্ত দুই ভাই

দীলিপ কুমারের পরিবারে করোনার হা'না, আক্রা'ন্ত দুই ভাই

বিনোদন ডেস্ক : প্রাণঘা'তী করোনা ভাইরাস একের পর এক হা'না দিচ্ছে বলিউড তারকাদের অন্দরমহলে। আমির খান, করণ জোহর, অমিতাভ বচ্চনের পর এবার ভাইরাসটি হা'না দিলো বলিউডের বর্ষীয়ান অভিনেতা দীলিপ কুমারের পরিবারে। এতে সং'ক্রমি'ত হয়েছেন অভিনেতার দুই ভাই ঈশান ও আসলাম খান। তবে দীলিপ কুমার ও তাঁর স্ত্রী অন্য বাড়িতে থাকার কারণে সুরক্ষিত রয়েছেন তারা।

জানা গিয়েছে, গেল কয়েকদিন ধ'রেই অ'সুস্থতায় ভুগছিলেন অভিনেতার দুই ভাই। এদিকে ঈশান খানের বয়স ৯০, অন্যদিকে আসলামের বয়স ৮৮ বছর। তাদের দু'জনের শরীরেই ভাইরাসটির উপ'স্থি'তি মিলেছে। তাই বয়সের কারণে খুব শিগগিরই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আপাতত সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে। দুজনেরই অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে ভেল্টিনেটর সাপোর্টে রাখা হয়েছে।

এরই মধ্যে বিএমসির তরফে অভিনেতার দুই ভাইয়ের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। তাদের পুরো বাড়ি স্যানিটাইজ করা হচ্ছে। পাশাপাশি আশেপাশের এলাকা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে করোনা প্রা'দুর্ভা'ব দেখা দিলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন দীলিপ কুমার। সেসময় তিনি লিখেছিলেন, সবাই সুরক্ষিত থাকুন এবং ঘরে থাকুন। এবার চিন্তা বাড়ালেন সেই অভিনেতাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে