সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ০৪:৪৬:০৫

করোনার দুঃসময়ে আগামী তিন বছর দুই গ্রামের মানুষের খাবারের দায়িত্ব নিলেন জ‌্যাকলিন

করোনার দুঃসময়ে আগামী তিন বছর দুই গ্রামের মানুষের খাবারের দায়িত্ব নিলেন জ‌্যাকলিন

বিনোদন ডেস্ক: মহামা'রি করোনার এই দুঃসময়ে বলিউডের অনেক তারকাই অভাবগ্র'স্তদের সহযোগিতার জন‌্য বিভিন্ন উ'দ‌্যোগ নিয়েছেন। সম্প্র'তি অভিনেত্রী জ‌্যাকলিন ফার্নান্দেজ ভারতের মহারাষ্ট্রের পাথাড়ি ও সাকুর নামে দুটি গ্রামের দায়িত্ব নিলেন। এই গ্রামে যারা অপু'ষ্টিতে ভু'গছেন তাদেরকে আগামী তিন বছর খাবার সরবরাহ করবেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্র'কাশ করেছে।

জ‌্যাকলিন ফার্নান্দেজ বলেন, দুটি গ্রামের ১৫৫০ জন বাসিন্দা এই প্রজে'ক্টের আওতাভূ'ক্ত। শিশুসহ অপু'ষ্টিতে ভোগা নারী-পুরুষ এ তা'লিকায় রয়েছেন। তাদেরকে নিয়ে সচেত'নতামূল'ক সেশনও অনুষ্ঠিত হবে। নবজাতকদের যত্ন নেওয়ার জন‌্য ১৫০ নারীকে নিয়োগ করার পরিক'ল্পনা করেছি, আর তাদেরকে ট্রে'ই'নিং দেওয়ার জন‌্য ৭জন ফ্র'ন্টলা'ইন ও'য়ার্কার রয়েছেন। পরিকল্পনা আছে, ২০টি পরিবারের স্বাস্থ‌্যের উপর ন'জর রাখার, সেই সঙ্গে তাদের অপু'ষ্টি দূর করার জন‌্য খাদ‌্যসামগ্রী সরবরাহ করার। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা বাবা-মা আমাকে দিয়েছেন। আর এই প্রক'ল্প হাতে নেওয়ায় তারা আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

বলিউড ইন্ডাস্ট্রির কলাকুশলীরা ধীরে ধীরে কাজে ফিরছেন। কাজে ফে'রার বিষয়ে জ‌্যাকলিন বলেন—‘অ‌্যা'টা'ক’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছি। তবে শুটিংয়ে ফিরতে কিছুটা সময় লাগবে। কারণ এই পরিবেশে অভ‌্য'স্ত হওয়ার বিষয় রয়েছে। আশা করছি, খুব শিগগির কাজে ফিরতে পারবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে