বিনোদন ডেস্ক : চারিদিকে ধ'র্ষ'ণ যেমন ক্র'ম'শ মাথা চা'রা দিয়ে উ'ঠেছে তেমনই বে'ড়ে চে'লছে উইমেন এম'পা'ওয়ারমে'ন্ট ক্যাম্পেইন৷ যৌ'ন নি'গ্র'হ, হে'ন'স্থা, ধ'র্ষ'ণ নিয়ে প্র'তি'বাদ ক'রার সা'হস দেখা'চ্ছেন বহু মেয়েরা৷ মুখ খু'লেছেন বহু অভিনেত্রীও৷ হলিউডের মিটু ক্যা'ম্পে'ইনের উ'দ্যোগে অধিকাংশ নায়িকারা নানান প্রযোজক, পরিচালকের বি'রু'দ্ধে যৌ'ন নি'গ্র'হের অভি'যোগ এ'নে'ছেন৷
তেমনই গত বছর প্র'কাশ্যে আসে এমি শুমারের ভ'য়াব'হ যৌ'ন হে'ন'স্থার ঘ'টনা৷ স'ম্প্র'তি আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। এমির বয়ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌ'ন সম্প'র্কে যায় বলে দাবি করেছেন ওই অভিনেত্রী। এইভাবেই অভিনেত্রী তার কুমা'রীত্ব হা'রান বলে দাবি। নায়িকা জানান, তিনি এবং তার বয়ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন৷ তিনি ঘু'ম'চ্ছিলেন৷ ঘু'ম'ন্ত অবস্থার স'ত্ত্বেও এমির বয়ফ্রেন্ড তাকে রে'প করে৷ আর এইভাবেই তিনি তার ভার্জি'নিটি হা'রান৷
সেই মা'রা'ত্মক অভি'জ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, আমি সেই সময় ঘু'মোচ্ছিলাম৷ আর ঘুম'নোর সময় আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে যৌ'ন সম্পর্ক তৈরি করা মানে সেটা রে'পেরই সমান৷ ওই ঘ'টার আগে আমি ভা'র্জিন ছিলাম৷ তখন রিলে'শনশিপের যেই স্টেজে আমার ছিলাম এসব নিয়ে আমরা কোন কথা বলিনি, কোন আলোচনাও করিনি এই বিষয় আমরা৷
একইসঙ্গে তিনি আরও বলেছেন, আমরা সে'ক্স লা'ইফে ছিলাম না৷ সাধারণত যেকোন কা'পল প্ল্যা'ন করেই এগোয়৷ আমরা দু'জনে তখন কিছু প্ল্যা'নও করিনি৷ ও হ'ঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরম করে বসল৷ আমার যখন ঘুম ভা'ঙে আমি তখন ভী'ষণই রেগে, খুব আ'ঘা'ত পেয়েছিলাম৷ কখনও ভা'বিনি যে যাকে আমি এতো বিশ্বাস করি সে কখনও এ রকম করবে আমার সঙ্গে। তথন বে'শ ঘা'বড়ে গিয়েছিলাম৷