বিনোদন ডেস্ক: গত ৮ জুন মালাডের বহুতল থেকে লা'ফ দিয়ে আ'ত্মহ'ত্যা করেন দিশা সালিয়ান। এর ৫ দিন পরই ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে গ'লায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেন সুশান্ত সিং রাজপুত।প্রাক্তন ম্যানেজারের আ'ত্মহ'ত্যার সঙ্গে সুশান্তের মৃ'ত্যুর কোনও যোগসূ'ত্র রয়েছে কি না, এই নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে নানা জি'জ্ঞা'সা।
অবশ্য দিশার পরিবার এবং বাবা-মায়ের দা'বি, তাদের মেয়ের মৃ'ত্যুর সঙ্গে সুশান্তের আ'ত্মহ'ত্যার কোনও সম্পর্ক নেই। আর বিষয়টি নিয়ে যখন ভারতেজু'ড়ে জো'র শো'রগো'ল শুরু হয়েছে, সেই সময় প্র'কা'শ্যে আসে দিশার সঙ্গে সুশান্তের ক'থপো'কথ'নের বেশ কিছু অংশ। যেখানে হোয়াটস অ্যা'প চ্যা'টের মাধ্যমে দিশার সঙ্গে কথা হয় সুশান্তের। এমনকি, খুব শিগগিরই তারা নতুন প্র'জে'ক্টে একসঙ্গে কাজ শুরু করবেন বলেও ওই চ্যা'টের মাধ্যমে প্র'কাশ পায়।