মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ০৩:২৪:৩৪

আজ কিংবদ'ন্তি চলচ্চিত্র অভিনেতা ফারুকের জন্মদিন

আজ কিংবদ'ন্তি চলচ্চিত্র অভিনেতা ফারুকের জন্মদিন

কিংবদ'ন্তি চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৮ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তবে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুর প্র'য়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেননি এই নায়ক।

এমনকি ছোটবেলা থেকেই তার জন্মদিন বিশেষভাবে উদযা'পিত হতো না। কারণ মাত্র আট বছর বয়সে ফারুক তার মা আফজালুন্নেসাকে হা'রিয়েছেন। মাকে হা'রানোর পর থেকেই যেন ফারুক জীবন সং'গ্রামে পড়ে যান। তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোনো আগ্রহ ছিল না।

আর এবারের জন্মদিনটি কা'টছে আরও বিষা'দে। শারীরিক অসু'স্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গা ভর্তি জ্ব'র নিয়ে ৭২ বছর পূর্ণ করলেন এই অভিনেতা।

‘সুজন সখী’খ্যাত ফারুক বলেন, ‘শরীর আসলে বেশ কয়েকদিন ধ'রেই খারাপ যাচ্ছিলো। অবশেষে প্রচণ্ড জ্ব'র নিয়ে ১৬ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছি। জ্ব'র কমছে না। করোনা টেস্ট করিয়েছি দুইবার। আলহামদুলিল্লাহ, নেগেটিভই এসেছে। সেদিক থেকে দুশ্চি'ন্তা নেই। দোয়া চাই যেন সু'স্থ হয়ে উঠি দ্রু'ত।’

জন্মদিন উপলক্ষে তিনি বলেন, ‘জন্মদিন নিয়ে কোনোদিনই আমার বাড়তি উ'চ্ছ্বাস ছিলো না। একে তো আগস্ট শো'কের মাস। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জন্মদিন পালন করি না। তারউপর মায়ের মৃ'ত্যু ছোটবেলায় মনটাকে একদম বি'ষিয়ে দিয়েছিলো। জীবনের সংগ্রাম দেখেছি খুব নিষ্ঠু'রতা আর নির্ম'ম অভি'জ্ঞতায়। সেসব থাক। আমি সবার দোয়া চাই। যারা আমাকে জন্মদিনে ভালোবাসা দিয়েছেন তাদের জন্য আমার ভালোবাসা।’

ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। কিন্তু ফারুক নামে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। শৈশব-কৈশোর ও যৌবনে তিনি খুবই দূ'রন্তপনা ছিলেন। আর ওই সময়টা কেটেছে গ্রামের বাড়ি ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়ীতে।

গ্রামের বাড়ী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামে। বাবার নাম আজগর হোসেন। ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ব্যক্তি জীবনে ফারুক ভালোবেসে বিয়ে করেন ফারজানা পাঠানকে। তাদের দাম্পত্য জীবনে ফারিহা তাবাসসুম নামের একটি কন্যা ও রওশন হোসেন নামের একটি পুত্র সন্তান রয়েছে।

চিত্রনায়ক ফারুক একজন বীর মুক্তিযো'দ্ধা। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের ডা'কে সারা দিয়ে দেশের স্বাধীনতার জন্য পাকিস্তানীদের উপর ঝাঁ'পিয়ে পড়েন। এনে দেন স্বাধীন সার্বভৌত্বের লাল সূর্য। বিশ্ব মানচিত্রে অ'ঙ্কন করেন বাংলা নামের একটি দেশের জলছবি। বর্তমানে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে