সুদূর চীন থেকে অনন্ত জলিলের শুভেচ্ছা
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : অনন্ত জলিলের অনেক পরিচয় রয়েছে। একাধারে তিনি একজন চলচিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও সফল ব্যবসায়ী। তবে সিনেমার নায়ক এবং গ্রামীন ফোনের বিজ্ঞাপনের কারণেই আজ তার পরিচিতি বিশ্বব্যাপী। এই পরিচিতির কারনেই সুদূর চীন থেকে তার ভক্তরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, আন্ত জলিল তার নতুন ছবি দ্য স্পাই এর শুটিংয়ের জন্য চীনের কুনমিং শহররে খুঁজতে গিয়েছেন লোকেশন। অার সেখানেই অস্ত যায় ২০১৫ সালের শেষ সূর্যের। শুরুহয় নতুন বছরের খন গননা। আর ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না তা কি করে হয়? তাই ঠিক তখনি শক্তদের উদ্ধেশ্যে নতুন বছরের শুভেচ্ছা বার্তা ছুড়ে দিলেন তিনি। ফেসবুকে একটি ভিডিও তিনি ভক্তদের উদ্ধেশ্যে বলেন, ‘হাই ফ্র্যান্ডস, আমরা এসেছি চীনের কুনমিং শহরে। আমাদের দ্য স্পাই ছবির লোকেশন খুঁজতে’।
আর মুহত্যের মধ্যে ফেসবুকে এই পোস্টটি ভাইরাল হয়ে ওঠে। এই বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা ভক্তদের নিকট পৌঁছে যায়। এ সময় অনন্তকে একেবারে নতুন লুকে দেখা গিয়েছে।
১ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �