বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১২:৩৩:২২

মাহি পেলেন সুসংবাদ আর অপু পেলেন দুঃসংবাদ

মাহি পেলেন সুসংবাদ আর অপু পেলেন দুঃসংবাদ

বিনোদন ডেস্ক:   মাহি পেলেন সুসংবাদ আর অপু পেলেন দুঃসংবাদ। সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ থেকে চু'ক্তিব'দ্ধ হওয়ার মাত্র দুদিনের মধ্যে বাদ পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর তার জায়গায় নায়িকা হিসেবে চূ'ড়ান্ত হলেন মাহিয়া মাহি। এ ছবি দিয়ে প্রথমবারের মতো নায়ক রোশানের সঙ্গে জুটি বাঁ'ধতে যাচ্ছেন মাহি।

বুধবার দিবাগত রাতে ‘আশীর্বাদ’ ছবিতে মাহির অন্তর্ভু'ক্তি নি'শ্চিত হওয়া গেছে। ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিজেই।

প্রযোজক জেনিফার বলেন, ‘সরকারি অনুদান পাওয়ার পর থেকেই আশীর্বাদ ছবির প্রধান নারী চরিত্র সুবর্ণার জন্য নায়িকা খুঁ'জছিলাম। অবশেষে মাহিয়া মাহিকে আমরা চুক্তিব'দ্ধ করেছি। আশা করছি ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকার সঙ্গে আমাদের কাজের দারুণ অভিজ্ঞতা হবে।’ ছবিটিতে যুক্ত হতে পেরে বেশ উ'চ্ছ্বসিত মাহি।

তিনি বলেন, মুক্তিযু'দ্ধভিত্তিক এই ছবির সুবর্ণা চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। মুক্তিযু'দ্ধের আগের উ'ত্তাল রাজনীতি এবং মুক্তিযু'দ্ধের পটভূমি নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রধান চরিত্রে থাকতে পেরে আমি উ'চ্ছ্বসিত ও 'গর্বিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে