বিনোদন ডেস্ক : প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলমের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ বা'তিল করায় সমিতির সাধারণ সম্পাদক বরাবর আদালত থেকে নো'টিশ পাঠিয়েছেন। তবে, খোঁ'জ নিয়ে জানা যায়, এ ধ'রনের কোনো নোটিশ এখনও পায়নি শিল্পী সমিতি।
তবে শামসুল আলমের অ'ভিযো'গ সমিতিতে থাকা অবস্থায় কোর্টের মেসেঞ্জার নো'টিশ নিয়ে গেলেও জায়েদ খান স'টকে পড়েন। নোটিশে বলা হয়েছে, কী কারণে শামসুল আলমের সদস্যপদ বা'তিল করা হলো? আর কেন বা তার সদস্যপদ পু'নর্ব'হাল হবে না। যদি অ'বৈ'ধভাবে সদস্য হয়ে থাকে তাহলে সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।
সদস্যদের অ'ধিকার ফি'রিয়ে দেয়ার ব্যাপারে সি'দ্ধান্ত জানাতে হবে। এর ব্য'ত্যয় হলে অ'ভিযো'গকারীর পক্ষ থেকে হাইকোর্টে সদস্যপদ বহালে নির্দে'শনা চেয়ে আবেদন করা হবে। জানা গেছে, বৃহস্পতিবার আদালত থেকে বা'র্তাবাহক নো'টিশ নিয়ে গেলেও সমিতির কেউ রিসিভ করেনি। অন্যদিকে বার্তাবাহক জায়েদ খানের সাথে যো'গাযো'গ করলেও তিনি ঢাকার বাহিরে আছেন বলে জানান।
আদালদের নোটিশ প্রসঙ্গে শামসুল আলম বলেন, আমার সদস্যপদ কেন বা'তিল করা হলো? আর কেনই বা আমাকে সহযোগী সদস্য বানিয়ে রাখা হলো। এবং কেন আমি সদস্যপদ ফিরে পাবো না? এই প্রশ্নের উত্তর জানতে বিচারিক আদালতে সোমবার (১৭ আগস্ট) অ'ভিযো'গ করি। তখন আদালত থেকে স'ম'ন জা'রি করে জায়েদ খান বরাবর নো'টিশ প্রদান করেন।