শনিবার, ২২ আগস্ট, ২০২০, ০৫:৫১:১২

যেকারণে আজ সবাইকে ধন্যবাদ জানালেন মোশারফ করিম

যেকারণে আজ সবাইকে ধন্যবাদ জানালেন মোশারফ করিম

বিনোদন ডেস্ক:  দেশের দুর্দা'ন্ত এক অভিনেতার নাম মোশাররফ করিম। তার অভিনয় হা'সায়, কাঁ'দায়৷ জী'বনবো'ধের গ'ল্পের নাট'কগুলোতে তিনি বা'র্তা নিয়েও হা'জির হ'ন দর্শ'কের জন্য। অনেকদিক ধ'রেই অ'ভিনয়ের সঙ্গে সম্পৃ'ক্ত হলেও ২০০৮ থেকে জ'নপ্রিয়তার শুরু।

এরপর দ'র্শক প্র'তিনিয়ত দেখেছেন ক্র'মান্ব'য়ে পরিণ'ত হওয়া মোশাররফ করিমকে। আজ এই অভিনেতার ৪৮তম জন্মদিন। জীবনের বিশেষ এ দিনে ভ'ক্ত-অনুরা'গীদের ভা'লোবাসায় বা'সছেন তিনি।সবাইকে এজন্য ধন্য'বাদও জানিয়েছেন৷ জ'ন্মদিন নিয়ে গণমাধ্য'মে বলেছেন, ‘এবারের জ'ন্মদিনে কোনো আয়োজন থাকছে না। জ'ন্মদিন পালন করার ব্যা'পারটা আমার কাছে ভালো লাগে না। নিজের জ'ন্মদিন নিজে পালন করি না কখোনো। তবে আমাকে যারা ভালোবাসেন তারা জ'ন্মদিনে নানা কিছু করেন। এটাই ভা'লো লা'গে।’

তিনি জানালেন, কোথাও যা'বেন না। করোনার এই ঘ'রব'ন্দী সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বা'সাতেই কা'টবে জ'ন্মদিন। মোশাররফ করিমের পারিবারিক নাম কে এম মোশাররফ করিম। ১৯৭১ সালের ২২ আগস্ট ঢাকায় তিনি জ'ন্মগ্রহণ করেন।

তার অভিনয়ের শুরু সেই স্কুল থি'য়েটার থেকে। এসএসসি পাস করে ১৯৮৬ সালে ঢাকায় এসে নাম লিখিয়েছিলেন না'ট্যকে'ন্দ্রে। সেখানেই পে'য়েছিলেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান এবং তৌকীর আহমেদের মতো মানুষজনের সাহচর্য।

১৯৯৮ সালে আবুল হায়াতের ‘অতিথি’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে তার টিভি যাত্রা শুরু। এরপর বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন চরিত্রাভিনেতা হিসেবে৷ তবে এক দশকের স্ট্রা'গল শেষে ২০০৮ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ক্যা'রাম’ নাটক তার ভাগ্য বদ'লে দেয়। রা'তারা'তি আলোচনায় চলে আসেন মোশাররফ করিম।

সালাউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘ভবের হাট’ নাটকে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পান। ‘পিক পকেট’, ‘লস প্রজেক্ট’ কিংবা তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক নাটক ‘৪২০’ তাকে সবার প্রিয় করে তুলে৷ এরপর থেকেই পথ চলছেন তিনি দেশের সেরা অভিনেতাদের একজন হয়ে।

ক্যা'রিয়ারে অসংখ্য নাটক তিনি উপহার দিয়েছেন। ‘জয়যাত্রা’ সিনেমা যাত্রা করা মোশাররফ অভিনয় করেছেন ‘দারুচিনি দ্বীপ’, ‘অ'জ্ঞাতনামা’, ‘হালদা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘জালালের গল্প’ সিনেমাগুলোতে৷ সম্প্রতি কলকাতায় ব্রাত্য বসু পরিচালিত একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সেটি রয়েছে মু'ক্তির অপেক্ষায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে