বিনোদন ডেস্ক: সড়কে পথচারীকে হ'ত্যাচে'ষ্টার অ'ভি'যো'গে দা'য়ের করা মা'মলায় জা'মিন পেয়েছেন টিকটকার ইয়াসিন আরাফাত ওরফে অপু ভাই। গত সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জা'মিন মঞ্জুর করেন।
এর আগে গত ৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে তার আইনজীবী জা'মিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জা'মিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন পেয়েই শনিবার ফেসবুকে একটি ভি'ডিও পো'স্ট করেন অপু ভাই। তিনি বলেন, মানুষের লাইফে একটা দু'র্ঘট'না আসবেই।এই দু'র্ঘ'ট'নার কারণে যদি ভাবি আমি আর কিছু করবও না, তাহলে সেটা ভু। এটা একটা দু'র্ঘট'না, আমার লাইফে একটা অ্যাকসি'ডেন্ট হইছে। মানুষ ভু'ল করে, আমার এই ভু'লটা যদি আপনারা আমাকে আগে ধ'রায়ে দিতেন তাহলে এই দু'র্ঘ'ট'না ঘ'টতো না হয়তো।
তিনি বলেন, আমি ভি'ডিওতে আসছি, আপনাদেরকে শিক্ষা দিতে আসিনি, আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে এসেছি। আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে প্লিজ মা'ফ করবেন। প্লিজ আমাকে গা'লাগা'লি করবেন না। আমাদেরকে একটু মাফ করে, যদি আমাকে ধ'রায়ে দেন তাহলে হয়তো ভু'ল হবে না।