বিনোদন ডেস্ক : সুশান্ত হ'ত্যাকা'ণ্ডের তদ'ন্তের ভার সিবিআইয়ের হাতে এখন। কিন্তু সংস্থাটির হাতে দায়িত্ব যাবার পর থেকেই একের পর এক নতুন মোড় নিচ্ছে মামলাটি। তবে সুশান্তের কাজের মানুষদের অ'ভিযো'গে মিলছে রিয়ার প্রতি ক্ষো'ভ ও অনী'হা। এবার অভিনেতার জিম ইন্সট্রাক্টর সুনীল শুক্ল জানিয়েছেন, প্রেমিকা রিয়ার বাবা ও 'সুগার ড্যাডি' মহেশ ভাটের পরিক'ল্প'নাতেই খু'ন হয়েছেন সুশান্ত।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য, ''রিয়া চক্রবর্তীর দুই বাবাই সুশান্ত হ'ত্যার জাল বুনেছিলেন।'' তার বক্তব্যের স্বপক্ষে বলেন, ''রিয়ার প্রথম বাবা চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তী অন্যদিকে রিয়ার 'সুগার ড্যাডি' মহেশ ভাট। এ দুজনে সুশান্তকে হ'ত্যার জা'ল বিছিয়েছেন।''
সুনীল বলেন, ''রিয়ার বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকি ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরেও কেউ সুশান্তকে রোজ ওষুধ দিতেন। তখন তো রান্নার লোক নীরজ, সিদ্ধার্থ পিঠানি আর পরিচারক দীপেশ সাওয়ান্ত বাড়িতে থাকত। তাহলে ওষুধ দিত কে?'' এমন অনেক প্র'শ্নই তৈরি হচ্ছে, যার সমা'ধান খুঁ'জছে সিবিআই।
সুনীল আরও জানান সুশান্তের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সুশান্ত জিম করতেন আর মা'ল্টিভিটামিন খেতেন। সুশান্তের মৃ'ত্যু যে সাধারণ নয়, এ বিষয়ে তিনি নি'শ্চিত। শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে মামলার তদ'ন্তভার গ্রহণ করেছে সিবিআই। শুক্রবারই সুশান্তের ম'য়'নাতদ'ন্ত রিপো'র্ট খতিয়ে দেখার জন্য এইমস-এর একটি বিশেষজ্ঞদল গড়া হয়েছে। পাঁচ সদস্যের এ দলটির প্রধান অভি'জ্ঞ ফরে'নসিক বিশেষ'জ্ঞ সুধীর গুপ্তা।