বিনোদন ডেস্ক: ফুসফুসের ক্যানসারে আক্রা'ন্ত হয়েছেন বলিউডের নামী অভিনেতা সঞ্জয় দত্ত। এই ম'রণ ব্যাধির চিকিৎসা করাতে মার্কিন মুলুকে উ'ড়ে যাবেন তিনি। সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত এবং ছোট বোন প্রিয়া দত্ত। আমেরিকার মেমোরিয়াল সো'লান কেরা'টিং ক্যান্সার সেন্টারে হবে সঞ্জয়ের চিকিৎসা।
কিন্তু ভিসার আবেদন করে প্রথমে আমেরিকা যাওয়ার অনুমতিই পাচ্ছিলেন না আলো'চিত ও বিত'র্কিত অভিনেতা সঞ্জয় দত্ত। প্রথমে শোনা যায়, করোনা পরিস্থি'তির জন্য ভারত ছাড়ার অ'নুমতি পাননি নায়ক। কিন্তু পরে জানা যায়, ১৯৯৩ সালে মুম্বাই বি'স্ফো'রণে নাম জ'ড়ানোর জে'রেই মার্কিন মুলুকে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না সঞ্জয়।
বহু চে'ষ্টা করেও যখন মার্কিন ভিসা পাচ্ছিলেন না, তখন প্রভাবশালী এক বন্ধুর শর'নাপ'ন্ন হন সঞ্জয়। অবশেষে তার চে'ষ্টায় মার্কিন ভিসা হাতে পান অভিনেতা। আমেরিকায় চিকিৎসার জন্য পাঁচ বছরের মেডিকেল ভিসা পেয়েছেন সঞ্জয় ও তার পরিবার। খুব শিগগিরই তারা সেখানে উ'ড়ে যাবেন।
এর আগে ১৯৮০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত অভিনেতার মা নার্গিস দত্তের ক্যান্সারের চিকিৎসাও হয়েছিল আমেরিকার ওই মেমোরিয়াল সো'লান কেরা'টিং ক্যান্সার সেন্টারে। একই হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন সঞ্জয়ও। সেখানে থাকেন অভিনেতার প্রথম পক্ষের মেয়ে ত্রিশল দত্ত। তিনিও বাবা সঞ্জয়ের পাশে থাকবেন।