বিনোদন ডেস্ক : আবার এক অভিনেত্রীর মৃ'ত্যুর খবর শো'কের ছা'য়া নে'মে এল ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। চ'লে গেলেন 'ইস পেয়ার কো মে ক্যা নাম দু'-খ্যা'ত অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃ'ত্যু হয় সঙ্গীতার। ইস পেয়ার কো ক্যা নাম দু-এর পাশাপাশি ঠাপকি পেয়ার কি, বনওয়ার-সহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সঙ্গীতা শ্রীবাস্তবের মৃ'ত্যুর খবর ছ'ড়াতেই তার সহঅভিনেতারা শো'ক প্র'কাশ করেন।
প্রস'ঙ্গত ৬ অগাস্ট মৃ'ত্যু হয় টেলিভশনের আরও এক জনপ্রিয় অভিনেতা সমীর শর্মার। নিজের ফ্ল্যাটের রান্নাঘরে গ'লায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেন তিনি। ইরফান খান থেকে শুরু করে ঋষি কাপুর, সরোজ খান, সুশান্ত সিং রাজপুত-সহ একের পর এক অভিনেতার মৃ'ত্যুর খবরে শো'কস্ত'ব্ধ বলিউড থেকে টিনসেল টাউন সর্ব'ত্র।
সুশান্ত সিং রাজপুতের মৃ'ত্যু কেন হলো, তা নিয়ে প্রায় গো'টা ভারতে তো'লপা'ড় শুরু হয়েছে। ১৪ জুন সুশান্তের মৃ'ত্যুর পর প্রথমে মুম্বাই পুলিশ তারপর বিহার পুলিশ এবং ইডির পর আপাতত কেন্দ্রীয় গোয়ে'ন্দা সং'স্থার তদ'ন্ত শুরু করেছে।