বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ০৫:৪৮:৩৬

বাবার হুমকিতে মা’কে নিয়ে বাড়ি ছাড়া অভিনেত্রী!

বাবার হুমকিতে মা’কে নিয়ে বাড়ি ছাড়া অভিনেত্রী!

বিনোদন ডেস্ক: পছন্দের পাত্রের সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে হ'ত্যার হু'মকি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী তৃপ্তি শঙ্খধরের বাবা। এ ঘ'টনায় মা’কে নিয়ে বাড়ি ছা'ড়া হয়েছেন অভিনেত্রী।

একতা কাপুরের জনপ্র্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্যের’ অভিনেত্রী তৃপ্তি। তৃপ্তি এক ভিডিও বার্তায় বলেন,  ‘বাবা আমায় চুল ধ'রে মা'রতে থাকে। আমি ২৮ বছরের এক ছেলেকে বিয়ে করব না বলে বাবা শুধু আমার গায়ে হাত তো'লে না, আমায় মে'রেও ফে'লতে চায়।’
এজন্য বাবার ভ'য়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি ছে'ড়ে মা’কে নিয়ে চলে আসেন তৃপ্তি, কারণ তৃপ্তির মতোই তার মা-ও বাবার কাছে সুর'ক্ষি'ত নন।

এতে ১৯ বছর বয়সী ওই অভিনেত্রী  আ'তঙ্কি'ত হয়ে একের পর এক ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করতে থাকেন। অপর এক ভিডিও বার্তায় তিনি লেখেন, ‘আমি আর আমার মা নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। এখানে কারও কিছু বলার নেই। আমার বাবা পুলিশে গিয়ে বলতে পারেন আমাদের কি'ডন্যা'প করা হয়েছে। বাবা এই বলে আসলে পুলিশের সাহায্যে আমাদের বাড়ি ফিরিয়ে মে'রে ফে'লতে পারেন!’

এ ঘ'টনায় ভী'ত হয়ে তৃপ্তি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভিডিও শেয়ার করে মুম্বাই পুলিশ-সহ তার ভক্তদের দৃষ্টি আক'র্ষণ করে সাহায্য চেয়েছেন। সূত্র: আন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে