বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ১১:৩৬:০৫

রিয়াই সুশান্তের খু'নি, দীর্ঘদিন ধ'রে আমার ছেলেকে নি'ষি'দ্ধ ড্রা'গ দিতো : সুশান্তের বাবা

রিয়াই সুশান্তের খু'নি, দীর্ঘদিন ধ'রে আমার ছেলেকে নি'ষি'দ্ধ ড্রা'গ দিতো : সুশান্তের বাবা

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর বি'রু'দ্ধে ফের বি'স্ফো'রক অ'ভিযো'গ করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। তার দাবি, রিয়াই সুশান্তের খুনি। দী'র্ঘদিন ধরে তার ছেলেকে নি'ষি'দ্ধ মা'দক খাওয়াতেন রিয়া। অবিলম্বে রিয়া এবং তার সহকারীদের গ্রেফ'তারের দাবি জানিয়েছেন সুশান্তের বাবা। তাদের ক'ঠো'র শা'স্তির দাবিও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার সকালে সংবাদসংস্থা এএনআই-এর তরফে একটি ভিডিও ক্লি'প শে'য়ার করা হয়েছে টুইটারে। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতেই রিয়ার বি'রু'দ্ধে তো'প দে'গেছেন সুশান্তের বাবা। এর আগেও রিয়ার বি'রু'দ্ধে পাটনার রাজেন্দ্র নগর থানায় এফআইআর দা'য়ের করেছিলেন সুশান্তের বাবা কে কে সিং। নিজের এফআইআরে তিনি আর্থিক প্রতা'রণা, আ'ত্মহ'ত্যায় প্ররো'চনাসহ একাধিক অ'ভিযো'গ এনেছিলেন রিয়ার বি'রু'দ্ধে।

রিয়া ছাড়াও তার বাবা, মা, ভাই-সহ মোট ৬ জনের নাম ছিল ওই এফআইআরে। সুশান্তের বাবার এফআইআর-এর পর মুম্বাই পুলিশের পাশাপাশি তদ'ন্তে নামে বিহার পুলিশ। সে নিয়ে প্রচুর জলঘোলাও হয়েছে। অবশেষে বহু কা'ঠখ'ড় পো'ড়ানোর পর সুশান্তের মৃত্যুর তদ'ন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর ঘ'টনায় কোনও আর্থিক কে'লে'ঙ্কা'রি জড়িয়ে আছে কিনা তা জানতে তদ'ন্তে নেমেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর তথা ইডি। সেই তদ'ন্তের সময়েই তদ'ন্তকারী আধিকারিকদের হাতে আসে বেশ কিছু ফোন-চ্যাটের নথি। যেখানে দেখা যায় নিজের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা এবং সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে নিয়মিত নানা ধ'র'নের নি'ষি'দ্ধ ড্রাগ বা মা'দ'ক নিয়ে আলোচনা করেছেন রিয়া। ড্রা'গের ধ'র'ন, ডো'জ, প্রভা'ব সব নিয়েই হয়েছিল কথাবার্তা।

সুশান্তের মৃত্যু তদ'ন্তে মা'দক যোগ পাওয়ার পরই না'রকো'টিক্স ক'ন্ট্রো'ল ব্যুরোকে চিঠি পাঠায় ইডি। ইতিমধ্যেই এনসিবি তদ'ন্তে নেমেছে। রিয়া চক্রবর্তীর বি'রু'দ্ধে এফআইআর দা'য়ের করেছে এনসিবি। সূত্রের খবর, না'রকো'টি'ক্স ড্রা'গ অ্যান্ড সা'ইকো'ট্র'পিক সা'বস্ট্যা'ন্সেস অ্যাক্ট অনুযায়ী সেক'শন ২০ (বি), ২৮ ও ২৯—-এই ধা'রায় মামলা রু'জু হয়েছে রিয়ার বি'রু'দ্ধে। 

শোনা গিয়েছে, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী ও গৌরব আর্য এবং রিয়ার ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার বি'রু'দ্ধেও এফআইআর দায়ের করেছে না'রকো'টিক্স ক'ন্ট্রো'ল ব্যুরো। এনসিবির ডিরেক্টর রাকেশ আস্থানা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ইডির তরফে চিঠি পান তারা। এরপর একটি বিশেষ টিম গঠন করেছে না'রকো'টিক্স ব্যুরো। সুশান্ত মামলায় যাদের নাম জড়িয়েছে তাদের সবাইকে জে'রা করবেন এই দলের আধিকারিকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে