আমি অতি ক্ষুদ্র সাধারণ মানুষ : অমিতাভ বচ্চন
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : আমি অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির সাধারণ একজন মানুষ। শুধু আমাকে মিডিয়ায় দেখা যায় বলে মানুষ আমাকে একটু মূল্য দেন। মনে করেন যে কোনও বিষয়ে আমার মতামতের একটা গুরুত্ব আছে। আর সেই সুযোগটাই আমি নিই। আমার ক্ষুদ্র বুদ্ধিতে, ক্ষুদ্র পরিসরে যেটুকু পারি সামাজিক দায় পালন করার চেষ্টা করি। তা সে ‘পাল্স পোলিও’ বা ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি যাই হোক না কেন, কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলছিলেন অমিতাভ বচ্চন।
এমনিতেই সুজয় ঘোষের প্রযোজনায় ‘তিন’ ছবির শুটিং উপলক্ষে সেই নভেম্বরের শেষ থেকেই কলকাতায় আছেন অমিতাভ। জানা গেছে, এই শহরে তিনি থাকবেন জানুয়ারির শেষ পর্যন্ত। আর সেই শুটিংয়ের ফাঁকেই নিজের ছবির সাংবাদিক বৈঠকও সেরে ফেললেন তিনি। তবে এই সাংবাদিক বৈঠক ছিল ‘ওয়াজির’ ছবির। ‘ওয়াজির’ মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। 
২ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএস/এসবি