সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ১০:২২:২৭

চলছে জি'জ্ঞাসাবাদ, যে প্রশ্নের উত্তরে ঘা'বড়ে গিয়ে চি'ৎকার করে ওঠেন রিয়া

 চলছে জি'জ্ঞাসাবাদ, যে প্রশ্নের উত্তরে ঘা'বড়ে গিয়ে চি'ৎকার করে ওঠেন রিয়া

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃ'ত্যুর ঘ'টনায় গত তিনদিন ধ'রে লাগাতার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে CBI। রিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন আইপিএস অফিসার নূপুর প্রসাদ। যিনি কিনা সুশান্ত মৃ'ত্যু তদ'ন্তে CBI টিমের নেতৃত্ব দিচ্ছেন। 

সূ'ত্রের খবর, শনিবার জিজ্ঞাসাবাদের সময় বেশকিছু প্রশ্নের উত্তরে ঘা'বড়ে যান রিয়া। গ্রে'ফতার হয়ে যেতে পারেন এই আত'ঙ্কে ভুগ'তে থাকেন তিনি। প্রশ্নের মুখে ভ'য়ে ঘেমে যান। টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

সূত্রের খবর জিজ্ঞাসাবাদের মাঝে চি'ৎকার করে ওঠেন রিয়া। কী এমন প্রশ্ন করা হয়েছিল তাঁকে, যে প্রশ্নের উত্তরে তিনি ঘাবড়ে গিয়ে চি'ৎকার করে ওঠেন।
সূত্র বলছে, রিয়াকে জিজ্ঞাসাবাদের সময় বলা হয়, তিনি সুশান্তের সঙ্গে 'লিভ ইন' সম্পর্কে ছিলেন স্বামী-স্ত্রীর মতোই। সুশান্তের মানসিক অবস্থা সম্পর্কেও তিনি ওয়াকিবহাল ছিলেন। তিনি যদি নি'র্দোষ হন, তাহলে কেন বৈজ্ঞানিক পরীক্ষার (পলিগ্রাফ টেস্ট) জন্য প্র'স্তুত নন? কেন তাঁকে গ্রে'ফতার করা হবে না? আর, এর পরেই চি'ৎকার করে ওঠেন রিয়া চক্রবর্তী। 

সূত্রের খবর রিয়াকে নূপুর প্রসাদ বলেন, আমরা যতি আপনাকে চটজলদি গ্রে'ফতার করি তাহলে আপনি কি নিজেকে সঠিক প্রমাণ করতে পারবেন? তাহলে কেন ত'দ'ন্তে সাহায্য করছেন না?
সূত্র বলছে রিয়া প্রশ্ন করা হয়... সুশান্তের মৃ'ত্যুর জন্য নিজেকে তিনি কতটা দা'য়ী মনে করেন? সুশান্তের আকস্মি'ক মৃ'ত্যু কি আপনার অ'সুখের কারণ ছিল? আপনি যদি বিশ্বাস করেন যে আপনার চলে যাওয়ার পরে সুশান্ত আ'ত্মহ'ত্যার মতো প'দক্ষে'প নিয়েছিলেন, নিজের এই ভাবনার কথা কাউকে কি বলবেন বলে ভেবেছিলেন?  যদি ভেবে থাকেন, তাহলে কাকে বলেছিলেন? সুশান্ত কি কখনও আপনাকে বলেছে, যে তিনি নিজেকে শেষ করতে পারেন? এই কোনও প্রশ্নেরই রিয়া স্প'ষ্ঠ উত্তর দিতে পারেননি। অনেক প্রশ্নের উত্তরে রিয়া বলেছেন মনে নেই, সেক্ষেত্রে CBI -আধিকারিকরা রিয়াকে মনে করার সময়ও দিয়েছেন।

CBI এর জিজ্ঞাসাবাদের মু'খে বড় তথ্য সামনে আনলেন সুশান্তের ম'য়নাতদ'ন্তকারী ডাক্তাররা সূত্রের খবর, CBI আধিকারিকরা মনে করছেন, রিয়া কিছু তথ্য গোপন করছেন। রিয়া চক্রবর্তী সহ এই মা'মলায় অভি'যু'ক্তদের পলিগ্রাফ প'রীক্ষা করা হতে পারে বলেও খবর। শুক্রবার ১০ ঘণ্টা ও শনিবার ৭ ঘণ্টা, এখনও পর্যন্ত রিয়াকে দুদিনে ১৭ ঘণ্টা জি'জ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। এরপর রবিবারও চলে জি'জ্ঞাসাবাদ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে