সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ০৫:৩০:০০

'ভেবেছিলাম আমার মৃ'ত্যু হবে' করোনার ভ'য়ঙ্ক'র অভি'জ্ঞতা জানালেন পপি

'ভেবেছিলাম আমার মৃ'ত্যু হবে' করোনার ভ'য়ঙ্ক'র অভি'জ্ঞতা জানালেন পপি

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি গত ২২ জুলাই করোনা আ'ক্রা'ন্ত হয়েছিলেন। প্রায় একমাস বাসায় চিকিৎ'সা নেওয়ার পর এখন স'ম্পূ'র্ণ সু'স্থ নায়িকা। দু'বার করোনা টে'স্ট করার পর করোনা নে'গে'টিভ রে'জা'ল্ট পান তিনি। পপি রাজধানীর ইস্কাটনের বাসায় ডাক্তারের পরাম'র্শে স'ম্পূ'র্ণ বিশ্রা'মে আছেন।

করোনামু'ক্ত হয়ে পপি বলেন, ''শুরুতে শ্বা'সক'ষ্ট হতো। ভে'বেছিলাম ম'রেই যাবো! ভ'য়ে মাঝেমধ্যে ভে'ঙে প'ড়তাম। পরেই সবার মা'নসি'ক সা'পো'র্টে ম'নো'ব'ল শ'ক্ত করে সা'র্বক্ষ'ণিক চিকি'ৎসকের পরাম'র্শ মে'নে ওষুধ খে'য়েছি। সর্বো'পরি একটা নি'য়মের মধ্যেই ছিলাম। যে কারণে সু'স্থ হয়ে ফি'রেছি।''

পপি বলেন, ''করোনায় আ'ক্রা'ন্ত হওয়ার পর মাঝেমধ্যে শরীর প্র'চ'ণ্ড দু'র্ব'ল হয়ে যায়, আবার একদিন পরেই তা স্বা'ভা'বিক হয়। তবে দু'র্ব'লতা কা'ট'তে চিকিৎসকের পরা'মর্শে ভিটামিন ও পু'ষ্টিকর খাবার খে'য়েছি।'' আ'ক্রা'ন্ত হওয়ার পর পপির যে সম'স্যা'গুলোয় ভু'গ'ছেন, তার মধ্যে ছিল গ'লাব্য'থা কিংবা শ্বা'সক'ষ্ট। তবে নিয়মিত চিকিৎ'সকের পরাম'র্শ আর পু'ষ্টিকর খাবারের কারণেই তিনি করোনামু'ক্ত হয়েছেন বলে জানান। 

আ'ক্রা'ন্ত হওয়ার সময় পপি ছিলেন খুলনায় তার নিজ বাড়ি খালিশপুরে। করোনার আগে সেখানে বেড়াতে গিয়ে ল'কডা'উনে আ'ট'কে যান পপি। ওই সময় পপি স্থানীয় মানুষদের ত্রা'ণ দিতে ছু'টে'ছেন তার এলাকার বিভি'ন্ন এলাকা থেকে। ধা'রণা করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনা পজি'টিভ হন। চিত্রনায়িকা পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতি'যো'গিতায় চ্যা'ম্পিয়'ন হয়ে পরিচি'তি লাভ করেন পপি। এরপর ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'আমার ঘর আমার বেহে'শত' ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রা'খেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে