মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩০:১৫

'শিক্ষার্থীদের ঝুঁ'কির মুখে ঠেলে দিয়ে খেলনা বানাচ্ছেন'', মোদিকে বিধঁলেন নুসরাত জাহান

'শিক্ষার্থীদের ঝুঁ'কির মুখে ঠেলে দিয়ে খেলনা বানাচ্ছেন'', মোদিকে বিধঁলেন নুসরাত জাহান

বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে 'মন কি বাত' অনুষ্ঠানে এবার খেলনার বাজারে ভারতকে আত্মনির্ভর করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তরুণ এবং যুবসমাজকে দেশীয় প্রযুক্তিতে খেলনা তৈরির নিদান দিয়ে মোদির মন্তব্য ছিল, ''প্রতিবছর ভারতে খেলনার বাজারে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়। অথচ এতে ভারতের যোগদান অত্যন্ত কম! ভারতের মতো তরুণ জনসংখ্যার দেশে এটা মোটেই শোভা পায় না।''

মোদির যে মন্তব্যকে হা'তিয়ার করে ইতিমধ্যেই নিট, জি ইস্যু নিয়ে ফের সুর চ'ড়িয়েছেন নে'টজনতার একাংশ। জ'বা'ব দিয়েছে ইউটিউবসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও। ইউটিউবে মোদির 'মন কি বাত'-এর ভিডিওয় ডিসলাইকের বন্যা। আর তাতেই মোদিকে বিঁ'ধে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান।

ইউটিউবে মোদির ভিডিওতে ক্র'মাগ'ত ডি'সলা'ইকের সংখ্যা বাড়ায় নুসরাতের মন্তব্য, ''এটাই তো ভবিতব্য! একদিকে মোদি সরকারের মন্ত্রীরা যখন দেশের যুবপ্রজন্মের জীবন নিয়ে ছি'নিমি'নি খেলছেন, আর উনি খেলনা তৈরির কথা বলছেন।'' একাধিক ইউটিউব চ্যানেলে মোদির 'মন কি বাত' এর ভিডিওয় লাইক এবং ডি'সলা'ইকের এই ফারাক এতটাই, যা রীতিমতো চোখে লাগছে। যার জে'রে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কমেন্ট সে'কশ'ন অবধি বন্ধ করে দেওয়া হয়েছে। 

করোনা আ'বহে এত বড় পরীক্ষা নেওয়া মানে পরীক্ষার্থীদের জীবন ঝুঁ'কির মধ্যে ফেলে দেওয়া, এই অ'ভিযো'গ তুলেই বিরো'ধী শিবিরগুলি মোদি সরকারকে রীতিমতো কা'ঠগ'ড়ায় তুলেছে। কিন্তু যে বিষয় নিয়ে গোটা দেশ উ'ত্তা'ল, এসবের মাঝে প্রবেশিকা বা কলেজের পরীক্ষা নিয়ে রবিবারের 'মন কি বাতে' একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। আর সেই প্রসঙ্গেই এবার মোদিকে বিঁ'ধলেন নুসরাত জাহান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে