হঠাৎ নায়িকা বদল!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : কথা ছিল ‘ময়না পাখির সংসার’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে থাকবে তানহা তাসনিয়া। কিন্তু ছবিটির শুটিং শুরু দিনই ঘটে গেল এক অন্যরকম ঘটনা! অর্থাৎ নায়িকা তানহা তাসনিয়া নন, নায়িকা হিসেবে কাজ শুরু করেছে অমৃতা খান! হঠাৎ করে এই পরিবর্তন কেন?
শিশির চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘ময়না পাখির সংসার’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন রায়হান মুজিব। নায়িকা পরিবর্তন প্রসঙ্গে তিনি বিস্তারিত কিছু জানাতে আগ্রহী ছিলেন নি। তবে অমৃতা খানকে নিয়ে গতকাল শুক্রবার থেকে নরসিংদীতে দৃশ্য ধারণের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন। ছবিটিতে নায়ক চরিত্রে আছেন আসিফ ইমরোজ রোজ।
‘এ প্রসঙ্গে বাদ পড়া নায়িকা তানহা তাসনিয়া বলেন, ‘প্রথমে এ ছবিতে আমারই অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষে গিয়ে নানা কারণে ছবিটি আমার করা হলো না’। তবে কেন করা হল না? এ প্রসঙ্গে তিনিও কিছু বলতে চান নি। 
অন্যদিকে অমৃতা খান বলেন, ‘নরসিংদীতে টানা এ ছবির কাজ করবো। ময়না চরিত্রটি আমিই করছি। তানহাকে কেন বাদ দেয়া হয়েছে জানি না’। 
তবে আমি আমার চরিত্রটি ঠিকমতো করতে চাই। রোমান্টিক ও ফোক ধরনের এ ছবির গল্পে আমাকে মহাজনের মেয়ে ময়না চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। 
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �