বিনোদন ডেস্ক: পুরো নাম ডোয়াইন 'দ্য রক' জনসন। তবে রক নামেই তাকে চে'নে সারাবিশ্বের মানুষ। তিনি একাধা'রে অভিনেতা, কু'স্তিগী'র এবং ব্যবসায়ী; এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্রের হয়ে ফুটবলও খেলেছেন।
৪৮ বছর বয়সী এই কু'স্তিগী'র ছাড়াও তার পরিবার থেকে করোনাভাই'রাসে আ'ক্রা'ন্ত হিসেবে শ'না'ক্ত হয়েছে স্ত্রী ও দুই মেয়ে।এ ব্যাপারে রক বলেছেন, আমাদের মাধ্যমে আর কেউ আ'ক্রা'ন্ত হওয়ার ঝুঁ'কি নেই। এখন আমরা সু'স্থ হয়েছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমাদের স্বাস্থ্যের অব'স্থা ভালো আছে।
আরো ১৭ দিন আগে করোনা'ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছিল রক পরিবার। খুবই কাছের পারিবারিক বন্ধুর মাধ্যমে তারা আ'ক্রা'ন্ত হন। তবে কিভাবে তাদের শরীরে এটি এ'লো, সেটা যেন এখনো তাদের কাছে র'হস্যে'র।
রক এ ব্যাপারে বলেন, আমার পরিবার এযা'বৎ' যে ধরনের চ্যা'লে'ঞ্জ গ্রহণ করেছে, করোনা আ'ক্রা'ন্ত হওয়াটা সবচেয়ে বেশি চ্যা'লে'ঞ্জের ছিল।তিনি আরো বলেন, খুব বা'জে'ভাবে জ'খ'ম হওয়ার পর সে'রে ও'ঠার চেয়েও করোনা আ'ক্রা'ন্ত হয়ে সুস্থ হওয়ার পথটা ক'ষ্টক'র। আমি সবসময় পরিবারকে গু'রু'ত্ব দিয়েছি।সূত্র : বিবিসি