শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৮:০৬

সুশান্ত মৃত্যু মামলায় প্রেমিকা রিয়ার ভাই সৌভিক গ্রেফতার

সুশান্ত মৃত্যু মামলায় প্রেমিকা রিয়ার ভাই সৌভিক গ্রেফতার

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় বড় প'দক্ষে'প নিল না'রকো'টিক্স ক'ন্ট্রো'ল ব্যুরো (এনসিবি)। ম্যা'রাথন জিজ্ঞা'সাবা'দের পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। সূ্ত্রের খবর, মা'দক চ'ক্রের সঙ্গে জড়িত থাকার অ'ভিযো'গেই সৌভিককে গ্রেফতার করা হয়েছে।

সুশান্ত মামলায় শুক্রবার সকাল থেকেই স'ক্রি'য় ছিল এনসিবি। এদিন রিয়া চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে ত'ল্লা'শি অ'ভিযা'ন চালান এনসিবির কর্মকর্তারা। এরপরই সৌভিক ও স্যামুয়েলকে ম্যা'রাথ'ন জি'জ্ঞাসাবা'দ করা হয়। এর মধ্যেই মা'দ'ক চ'ক্রের সঙ্গে জড়িত থাকার অ'ভিযো'গে কেইজান ইব্রাহিম নামে একজনকে গ্রে'প্তার করে এনসিবি। এরপরই সৌভিক ও স্যামুয়েলকে গ্রে'প্তারির কথা জানানো হয়।

এর আগেই মুম্বাই থেকে গ্রে'প্তার করা হয়েছিল আবদুল বসিত, জায়েদ ভিলাত্রাকে । দু'জনকেই ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতে নিয়েছে না'রকো'টিক্স ক'ন্ট্রো'ল ব্যুরো। সূ'ত্রের খবর, জে'রার মুখে দু'জনেই সৌভিক চক্রবর্তী ও মিরান্ডার সঙ্গে তাদের যোগাযোগের কথা স্বীকার করে নেয়। এমনকী, সুশান্তের মৃত্যুর ৩ দিনের মাথাতেও নাকি ওই দুজনের নির্দে'শে ধৃ'তদের মধ্যে একজন ১০ গ্রাম মা'দক পৌঁছে দিয়েছিলেন কোথাও। ফোন নম্বর লো'কে'শন ট্র্যা'ক করেও সেই প্রমাণ মিলেছে।

শোনা গিয়েছে, প্রায় ৪-৫ জন মা'দক কা'রবা'রির সঙ্গে সৌভিকের সম্পর্ক ছিল। রিয়া নাকি তার ভাই সৌভিককে দিয়ে নিজের বাড়িতে সবসময়েই যথাযথ পরিমাণে মা'দকদ্র'ব্য স'ঞ্চি'ত রাখতেন, যাতে সুশান্তের কোনও অসু'বিধে না হয়! এমনকী, স্যামুয়েল ও সৌভিক নিয়েও সুশান্তের বাড়ির ছাদে বসে মা'দক নিতে দেখা গিয়েছে রিয়াকে বলে জানা গিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে