বিনোদন ডেস্ক : মাদ'ক চ'ক্রে জ'ড়িত থাকার অভি'যোগে গ্রে'প্তার করা হয়েছে ভারতের অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে। বেঙ্গালুরু থেকে রাগিনীকে গ্রে'প্তার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। শুক্রবার সকালে রাগিনীকে গ্রে'প্তারের পর টানা ৭ ঘণ্টা ধরে জি'জ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে বেঙ্গালুরু থেকে রাগিনীকে গ্রে'প্তারের পর সেখানে শুরু হয় অভি'যান। এ সময় রাগিনীর বাড়ি থেকে উ'দ্ধার করা হয় বিপুল পরিমাণ মা'দক। রাগিনীর ল্যাপটপ এবং মোবাইলও জ'ব্দ করেন সিসিবির কর্মকর্তারা। সেই সঙ্গে কন্নড় অভিনেত্রীর গাড়িতেও চলে জো'র ত'ল্লাশি।