আবারও নিয়মত অভিনয়ে ফিরছেন কাজল
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : কর্মরত মা’কে দেখে বড় হওয়া, সন্তানের কাছে একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী কাজল দেবগণ।
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন যে, ‘মাই নেম ইজ খান’ সিনেমার পর তাকে সরে যেতে হয়েছিল অভিনয় থেকে। কারণ তখন তার ছেলে ‘যুগ’ তখন ছিল সদ্যোজাত।
এখন তার বয়স পাঁচ। তাই নতুন উদ্যমে অভিনয়ে ফিরতে চাইছেন কাজল। কাজল বলেন, ‘২০১৬-র মাঝামাঝি থেকে আবার নতুন ছবি করব। তবে হ্যাঁ, শাহরুখের মতো বছরে তিনটে ছবি নয়। ওর মতো এত পরিশ্রম করতে পারি না আমি’। 
বহু দিন সিনেমার জগত থেকে দূরে থাকার পরে ‘দিলওয়ালে’-র প্রস্তাব যখন আসে, তখন মেয়ে নাইসা-ই তাকে উৎসাহ দেয় বলে জানিয়েছেন কাজল। তিনি নিজেও এক কর্মরত মায়ের সন্তান। এই নিয়ে ছোটবেলায় অনেক অভিমান থাকলেও পরবর্তীকালে তার ধারণা পাল্টায় এবং তিনি বোঝেন ছোটবেলার সেই অভিজ্ঞতাই তাকে প্রফেশনাল হতে সাহায্য করেছে।
সংবাদসংস্থাকে কাজল বলেন, ‘আমি নিজে যখন কাজ করতে শুরু করি তখন বুঝতে পারি যে, আমি যতটা পরিশ্রম করতে পারি। কাজের সম্পর্কে আমার যে মানসিকতা কাজ করে, তার সবই আমার মধ্যে এসেছে কারণ মা’কে আমি এইভাবেই দেখতে দেখতে বেড়ে উঠেছি।’
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �