হঠাৎ করেই লুলিয়ার ওপর ক্ষেপে গেলেন সালমান!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : প্রেমিকা লুলিয়া ভান্তুরের ওপর হঠাৎ করেই ক্ষেপেছেন সালমান খান! কিন্তু কি এমন হলো! যার কারণে ভাইজান তার প্রেমিকার ওপর এতটা চটেছেন?
আসলে তেমন কিছু না। মুলত লুলিয়ার প্রতি ‘ওভার পোজেসিভ’ হয়ে পড়েছেন সালমান খান। লুলিয়া অন্য কোনও পুরুষের সঙ্গে কথা বললেই নাকি গোঁষা হচ্ছে ভাইজান। সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা।
বিষয়টা ঠিক কী? গত ২৭ নভেম্বর সালমানের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন লুলিয়া। স্বাভাবিক ভাবেই ওই পার্টির যাবতীয় ফোকাস ছিল তার ওপর। আর সালমানও বেশ চোখে চোখে রাখছিলেন তাকে। হঠাত্ই নায়কের নজরে পড়ে পার্টির কয়েক জন অতিথির সঙ্গে অতিরিক্ত কথা বলছেন লুলিয়া। অনেকটা যেন যেচেই বন্ধুত্ব করতে যাচ্ছেন। আর এটাই নাকি পছন্দ নয় সালমানে। তার বান্ধবী অন্যদের সঙ্গে কেন যেচে কথা বলবে? এতেই লুলিয়ার ওপর নাকি বেজায় চটেছেন তিনি।
রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভান্তুরের সঙ্গে সল্লু মিঞার প্রেমের খবর বলিউডে এখন আর নতুন নয়। 
এই জন্মদিনে তাদের বিয়ের ঘোষণা হতে পারে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সে খবরে জল ঢেলে দিয়েছেন খোদ নায়ক।
প্রথমে ঐশ্বর্যা রাই বচ্চন। এর পর ক্যাটরিনা কইফ। বার বার বলিউডি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সালমান। বার বার ভেঙেও গিয়েছে সেই প্রেম। আর তার জন্য পরোক্ষে তার কেরিয়ারেরও ক্ষতি হয়েছে বলে মনে করেন বলিউডের একাংশ। এত ধাক্কা খাওয়ার পর আর বলিউডের কাউকে মন দেননি। একেবারে রোমানিয়ায় সুন্দরীকে মনে ধরেছে তার। কিন্তু লুলিয়ার প্রতি সলমনের এই ‘ওভার পোজেসিভ’ আচরণ সম্পর্কে কোনও প্রভাব ফেলবে নাতো? 
০২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �