মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫১:০৩

অভিনেতা সাদেক বাচ্চুর অব'স্থা গু'রু'তর, দ্রু'ত নেওয়া হয়েছে হাসপাতালে

অভিনেতা সাদেক বাচ্চুর অব'স্থা গু'রু'তর, দ্রু'ত নেওয়া হয়েছে হাসপাতালে

বিনোদন ডেস্ক : গু'রু'তর অসু'স্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যা'ত চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শ্বা'সক'ষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ ত'থ্য জানিয়েছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকেই শ্বাসক'ষ্টে ভু'গছিলেন সাদেক বাচ্চু। রাত ১০টার দিকে শ্বাসক'ষ্ট বা'ড়লে তাকে রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রু'ত হাসপাতালে নেওয়ার পর তাকে অক্সিজেন সা'পো'র্টে রাখা হয়েছে। মঙ্গলবার করোনা পরীক্ষার রি'পো'র্ট পাওয়ার পর মূল চিকি'ৎসা শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে