বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৯:৫৪

হাজতের ভেতর যেমন কাটলো রিয়ার প্রথম রাত

হাজতের ভেতর যেমন কাটলো রিয়ার প্রথম রাত

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় মঙ্গলবার মা'দক সং'ক্রা'ন্ত মামলায় এনসিবির হাতে গ্রে'প্তার হন রিয়া। মঙ্গলবার রিয়ার প্রথম রাত কেটেছে না'রকো'টিক্স ক'ন্ট্রো'ল ব্যুরোর (এনসিবি) ল'কআপে। ১২টার দিকে ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি। বুধবার সকাল থেকে শুরু হয় জেল যাত্রার প্রস্তুতি।

রবি ও সোমবার জিজ্ঞা'সাবাদের পর মঙ্গলবার রিয়াকে ডেকে পাঠানো হয় এনসিবি দপ্তরে। সেখানে তাকে দুপুরে গ্রে'প্তার করা হয়। বিকেলে মেডিক্যাল পরীক্ষা করা হয় রিয়ার। এরপর তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফা'জতের নির্দে'শ দেয় আদালত। রিয়াকে রিমা'ন্ডে চাওয়া হবে না বলে স্পষ্ট করেছিল এনসিবি।

সংস্থার কর্মকর্তা অশোক জৈন বলেন, রিয়ার বি'রু'দ্ধে প্রমাণ রয়েছে আমাদের হাতে। সে জন্যই গ্রে'প্তার করেছি। তবে রিমা'ন্ডে নেওয়ার দরকার নেই। তাকে জিজ্ঞা'সাবা'দ করে আমরা সন্তুষ্ট। আর রিয়ার জবাবে মিলিয়ে দেখার জন্য ইতোমধ্যেই তো কয়েক জনকে গ্রে'প্তার করা হয়েছে।' 

জানা গেছে, এনসিবি'র জে'রায় রিয়া চক্রবর্তী ও শৌভিক ২৫ জন বলিউডের বড় তারকার নাম করেছেন। তারা সকলেই মা'দক চ'ক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মা'দকের যো'গান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। ওই স্বী'কারো'ক্তির ভিত্তিতে একটি তালিকা তৈরি করেছে এনসিবি। ওই তালিকায় নাম রয়েছে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে