রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০২:১০

নামের বিভ্রা'ন্তি, দু'র্ঘ'টনায় আহ'ত হয়নি: হিরো আলম ঢাকায় ও সুস্থ আছেন

নামের বিভ্রা'ন্তি, দু'র্ঘ'টনায় আহ'ত হয়নি: হিরো আলম ঢাকায় ও সুস্থ আছেন

বিনোদন ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে দুটি মোটরসাইকেলের সং'ঘ'র্ষে সুজন মিয়া (২৯) নামে একজন নিহ'ত হয়েছেন। এ ঘ'টনায় হিরো আলম নামে অপর একজন গু'রু'তর আহ'ত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) এ দু'র্ঘ'টনার খবর কয়েকটি অনলাইন পোর্টাল প্রকা'শ করে বলা হয়, এই হিরো আলম, অভিনেতা অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

সামজিক যোগাযোগমাধ্যমেও এ ছড়িয়ে পড়ে যে, দু'র্ঘ'টনায় অভিনেতা হিরো আলম গু'রু'তর আ'হ'ত হয়েছেন। একই নাম হওয়ার কারণে অনেকেই মনে করছেন, আ'হ'ত ব্যক্তি অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। কিন্তু আসলে এটা বি'ভ্রা'ন্তি মাত্র। এ বিষয়ে অভিনেতা হিরো আলম বলেন, আমি এই মুহূর্তে ঢাকার কাকরাইলে আছি। নেত্রকোনায় কীভাবে দু'র্ঘ'টনা ঘ'টা'লাম? আমি শুনেছি আলম নামের একজন দু'র্ঘ'টনার শি'কা'র হয়েছেন। সেই নামটি আমার নামের সাথে মিল। আলম নামটি ব্যবহার করে গু'জ'ব ছড়ানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে