মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৬:২০

ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা, সংসদে সরব জয়া

ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা, সংসদে সরব জয়া

বিনোদন ডেস্ক : ''ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন।'' মঙ্গলবার সকালে জিরো আওয়ারে ভারতে রাজ্যসভায় চলচ্চিত্র জগতের সম্মানহা'নি প্রসঙ্গে এভাবেই সরব হন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। 

জয়া জানান, ''সং'কটের আবহে বিনোদন জগতের নাম ব'দনা'ম করা হচ্ছে। দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। দেশের সমস্ত রকমের বি'প'র্যয়ে সরকারের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সাহায্য করেন। অথচ এই সং'ক'টের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কা'ঠগ'ড়ায় দাঁড় করানো হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দ'মার সঙ্গে তুলনা করা হচ্ছে।''

এর পরই লোকসভার সাংসদ রবি কিষেণেকে ক'টা'ক্ষ করে বলেন, ''বিনোদন জগতেরই কিছু মানুষ যে থালায় খান সেই থালাতেই ফুটো করছেন।'' উল্লেখ্য সোমবারই সংসদে বলিউডের মা'দক যোগ নিয়ে সরব হন রবি কিষেণ। তার উত্তরেই এই প্রসঙ্গ তোলেন জয়া বচ্চন। পরে রবি কিষেণ বলেন, ''ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই নয়, কিন্তু ক'তিপ'য় কয়েকজন এই ঘৃ'ণ্য বিষয়ের সঙ্গে জড়িত। জয়াজি বা আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি তখন পরি'স্থি'তি অন্যরকম ছিল। আশা করি জয়াজি আমার সঙ্গে সহমত হবেন।''

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কা'ঠগ'ড়ায় বলিউড। সরব হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নে'টদুনিয়ার একাংশও বিনোদন জগতের বি'রু'দ্ধে ক্ষো'ভ উ'গরে দিয়েছেন। গ্ল্যামার জগতের মা'দক যোগ নিয়ে অনেকে সরব হয়েছেন। সেই প্রসঙ্গেই এদিন রাজ্যসভায় মুখ খোলেন জয়া বচ্চন। জয়া অ'ভিযো'গ করেন, মানুষের ন'জ'র ঘো'রাতেই এমনটা করা হচ্ছে। এর বি'রু'দ্ধে সরকারের পদক্ষেপ করা উচিত। বিনোদন জগতের পাশে সরকারের দাঁড়ানো উচিত। সূত্র : ইন্ডিয়ান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে